লক্ষ্য ছিল ভয়ডরহীন খেলার। ওমানকে হারিয়ে আসার আত্মবিশ্বাসও ছিল সঙ্গী। তবে তাসিন-জাহিদরা তা শক্তিশালী মালয়েশিয়ার বিপক্ষে মেলে ধরতে পারলেন না। জুনিয়র এশিয়া কাপ হকির এবারের আসরে প্রথম হারের তেতো স্বাদ পেল বাংলাদেশ।
ওমানের সালালাহ স্পোর্টস কমপ্লেক্সে বৃহস্পতিবার পুল ‘বি’তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৫-১ গোলে হেরেছে বাংলাদেশ। জয়ী দলের ইরফান সুহাইমি হ্যাটট্রিক করেন।
অনূর্ধ্ব-২১ বছর বয়সীদের নিয়ে হওয়া এই প্রতিযোগিতায় সবশেষ ২০১৫ সালে দেখা হয়েছিল দুই দলের। সেবার বাংলাদেশ উড়ে গিয়েছিল ৮-০ গোলে। এবারও দলের সঙ্গী হলো বড় হারের বিষাদ।
প্রথম কোয়ার্টারেই পাঁচ মিনিটের মধ্যে দুই গোল হজম করে পিছিয়ে পড়ে বাংলাদেশ। শফিক ইখমালের ফিল্ড গোলের পর ইরফান ব্যবধান দ্বিগুণ করেন পেনাল্টি কর্নার (পিসি) থেকে। এ কোয়ার্টারের শেষ দিকে পিসি থেকে ব্যবধান আরও বাড়ান সাইয়ামিম নাইম।
দ্বিতীয় কোয়ার্টারে গোলের স্রোত আটকে রাখতে সক্ষম হয় মামুনুর রশীদের দল। বিরতির আগে তাই আর কোনো গোল হজম করেনি বাংলাদেশ।
তৃতীয় কোয়ার্টারে মেলে ঘুরে দাঁড়ানোর উপলক্ষ। মোহাম্মদ আব্দুল্লাহর ফিল্ড গোলে ব্যবধান কমায় বাংলাদেশ। কিন্তু এই কোয়ার্টারে শেষ দিকে ইরফানের গোলে ফের কোণঠাসা হয়ে পড়ে দল। চতুর্থ ও শেষ কোয়ার্টারে ইরফান হ্যাটট্রিক পূরণ করলে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ।
প্রতিযোগিতায় টানা দ্বিতীয় জয় পেল মালয়েশিয়া। উজবেকিস্তানকে ৮-১ গোলে হারিয়ে শুভসূচনা করেছিল তারা। অন্যদিকে ওমানকে ২-০ হারিয়ে আসা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে হারল।
পুল পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে শুক্রবার বাংলাদেশ মুখোমুখি হবে উজবেকিস্তানের। মালয়েশিয়ার কাছে ৮-১ ব্যবধানে বিধ্বস্ত হওয়ার পর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে তারা হেরেছে ৬-১ গোলে।