৪১ বছর বয়সে পেশাদার ফুটবল থেকে অবসর নিলেন পর্তুগিজ ডিফেন্ডার।
Published : 08 Aug 2024, 10:39 PM
গেল জুনে পোর্তোর সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর থেকে ক্লাবহীন ছিলেন পেপে। এবার সবকিছুর ইতি টেনে দিলেন তিনি। পেশাদার ফুটবলকে বিদায় জানালেন এই পর্তুগিজ ডিফেন্ডার।
সামাজিক মাধ্যমে বৃহস্পতিবার দীর্ঘ ভিডিও বার্তায় অবসরের ঘোষণা দেন ৪১ বছর বয়সী পেপে।
পোর্তোর সঙ্গে চুক্তির মেয়াদ শেষের পর জাতীয় দলের হয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে অংশ নেন পেপে। সবচেয়ে বেশি বয়সী আউটফিল্ড খেলোয়াড় হিসেবে প্রতিযোগিতাটিতে খেলার কীর্তি গড়েন তিনি।
ইউরোর কোয়ার্টার-ফাইনালে ফ্রান্সের বিপক্ষে হেরে যায় পর্তুগাল। ম্যাচ শেষে ক্রিস্তিয়ানো রোনালদোর বুকে মাথা রেখে পেপের কান্নার দৃশ্য ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। আসরজুড়ে দুর্দান্ত খেলেন তিনি।
প্রায় দুই যুগের ক্লাব ক্যারিয়ারে তার সেরা সময়টা কাটে রেয়াল মাদ্রিদে। সান্তিয়াগো বের্নাবেউয়ে ১০ মৌসুমে তিনটি করে চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগার পাশাপাশি দুটি ফিফা ক্লাব বিশ্বকাপ জেতেন তিনি।
২০০৭ সালে পোর্তো থেকে রেয়ালে যোগ দিয়েছিলেন পেপে। মাঝে দুই মৌসুম বেসিকতাসে খেলে ২০১৯ সালে ফের স্বদেশের ক্লাবে ফেরেন তিনি। দুই মেয়াদে দলটির হয়ে জেতেন চারটি লিগ শিরোপা।
জাতীয় দলের হয়ে পেপে খেলেছেন ১৪১ ম্যাচ। জিতেছেন ২০১৬ ইউরোর ট্রফি।