ইতালিয়ান ফুটবল
পরিবারের নিরাপত্তা বিপন্ন হয়েছে বলে মনে করেন এসি মিলান স্ট্রাইকার।
Published : 03 Oct 2024, 09:59 PM
এসি মিলান স্ট্রাইকার আলভারো মোরাতা চেয়েছিলেন করবেত্তায় একটি বাড়ি কিনতে। কিন্তু সামাজিক মাধ্যমে শহরের মেয়রের একটি পোস্ট এই স্প্যানিয়ার্ডের সব পরিকল্পনা ভেস্তে দিয়েছে!
মেয়র গত বুধবার ইনস্টাগ্রাম পোস্টে জানান, তাদের নতুন বাসিন্দা হচ্ছেন জুনে স্পেনের হয়ে ইউরো জয়ী মোরাতা।
“না, এটা এপ্রিল ফুল নয়। চ্যাম্পিয়ন আলভারো মোরাতা আমাদের করবেত্তার নতুন বাসিন্দা। আমি ইন্টার মিলানের বড় ভক্ত, কিন্তু আনন্দের সঙ্গে আলভারো মোরাতাকে করবেত্তায় আমাদের বড় পরিবারে স্বাগত জানাই।”
মেয়রের এই কাজটি যে ভালো লাগেনি, তা অকপটে জানিয়েছেন মোরাতা। পরিবারের নিরাপত্তা নিয়ে হতাশা ও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি ইনস্টাগ্রাম পোস্টে।
“প্রিয় মেয়র, আমার গোপনীয়তা লঙ্ঘন করার জন্য আপনাকে ধন্যবাদ। সৌভাগ্যবশত, আমি কোনো মূল্যবান সম্পত্তির মালিক নই। আমার একমাত্র সম্পত্তি হলো আমার সন্তানরা, যাদের নিরাপত্তা আপনি বিপন্ন করেছেন।”
“ভেবেছিলাম করবেত্তা আমাকে একটি নির্দিষ্ট স্তরের গোপনীয়তার নিশ্চয়তা দিতে পারে, কিন্তু সামাজিক মাধ্যম ব্যবহারে ও নাগরিকদের সুরক্ষা দিতে আপনার অক্ষমতার কারণে অবিলম্বে আমার বাড়ি সরিয়ে নিতে হবে।”
৩১ বছর বয়সী মোরাতা গত জুনে যোগ দেন মিলানে। সেরি আর দলটির হয়ে ৬ ম্যাচে ২টি গোল করেছেন তিনি।