পেশাদার ফুটবলে এমন কিছু মানতেই পারছেন না ডাচ ক্লাব হিরেনভিনের কোচ ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ফরোয়ার্ড রবিন ফন পার্সি।
Published : 02 Feb 2025, 06:12 PM
জয়ের দুয়ারে গিয়ে ফর্চুনা সিটার্ডের বিপক্ষে পয়েন্ট হারানোর পর রেফারিং নিয়ে প্রশ্ন তুলেছেন হিরেনভিনের কোচ রবিন ফন পার্সি। ম্যাচ অফিসিয়ালরা ভুল করে ফরচুনার ১২ জন খেলোয়াড়কে মাঠে নামার সুযোগ দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনালের সাবেক এই ডাচ ফরোয়ার্ড।
নেদারল্যান্ডসের শীর্ষ লিগে শনিবারের ম্যাচটির ৮৮তম মিনিটের ঘটনা এটি। তখন ২-১ ব্যবধানে এগিয়ে ফন পার্সির হিরেনভিন। একসঙ্গে দুটি পরিবর্তন আনে ফর্চুনা। রায়ান ফসসো ও ইয়াসপের ডালহাউসের জায়গায় মাঠে নামেন দারিও গ্রুজচিচ ও ওয়েন জনসন। কিন্তু ডালহাউস তখনই মাঠ ছেড়ে যাননি, আরও প্রায় এক মিনিট খেলেন তিনি।
ফন পার্সি বিষয়টি লক্ষ্য করেন এবং সাইডলাইনে প্রতিবাদ জানান। অবশেষে মাঠ ছাড়েন ডালহাউস। এক মিনিট পর কর্নার থেকে সমতা টানে ফর্চুনা। জয়ের খুব কাছে গিয়ে শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করে হিরেনভিন।
ম্যাচ অফিসিয়ালদের অমন ভুল মানতেই পারছেন না ৪১ বছর বয়সী ফন পার্সি।
“ওই গোলের আগের ঘটনাটিকে খুব বিশেষ কিছু বলেই মনে করি আমি। ফর্চুনা সিটার্ডের থ্রো-ইনের এক মিনিট আগে মাঠে তাদের ১২ জন খেলোয়াড় ছিল।”
“সাধারণত আমি কখনই রেফারির সঙ্গে কথা বলি না এবং সবসময় তাদেরকে কাজ করতে দেই। কিন্তু এটা হতেই পারে না যে, তারা ১২ জন খেলোয়াড় নিয়ে খেলবে। অভাবনীয় বিষয়। তাই আমি চতুর্থ অফিসিয়ালকে জিজ্ঞেস করলাম: ‘এ ব্যাপারে আপনার কিছু করা উচিত নয়?’ ১১ জনের বিপক্ষে ১২ জন নিয়ে খেলতে পারে না। আমি সত্যিই বুঝতে পারছি না। আমার মতে এটা খুবই বাজে ব্যাপার।”
গত বছরের মে মাসে হিরেনভিনের দায়িত্ব নেন ফন পার্সি। ডাচ লিগে ২১ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে দশম আছেন আছে দলটি। ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে পিএসভি আইন্দহোভেন।