টানা দুই ম্যাচ হারলেও সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্ব পার হওয়ার আশা ছাড়ছেন না ভুটান কোচ পেমা দর্জি।
Published : 26 Jun 2023, 02:43 PM
‘বি’ গ্রুপে একমাত্র ভুটানই টানা দুই ম্যাচ হেরেছে। ছিটকে যাওয়ার কিনারেও আছে তারা। গ্রুপ পর্বের বৈতরণী পেরুনোর আশা তাদের টিকে আছে অনেক সমীকরণের উপর, কিন্তু দলটির কোচ পেমা দর্জি হাল ছাড়ছেন না। নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচের প্রতিপক্ষ বাংলাদেশকে একরকম হুমকিও দিয়ে রাখলেন তিনি। বললেন-টুর্নামেন্ট শেষ হয়ে যায়নি এখনও।
মালদ্বীপের কাছে ২-০ গোলে হেরে বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপ শুরুর পর লেবাননের বিপক্ষে ৪-১ ব্যবধানে উড়ে যায় ভুটান। ‘বি’ গ্রুপে ভুটান একমাত্র দল, যারা এখনও খুলতে পারেনি পয়েন্টের খাতা।
বাংলাদেশ ও ভুটানকে হারিয়ে দুই ম্যাচে ৬ পয়েন্ট তুলে নিয়ে গ্রুপে শীর্ষে থাকা লেবানন সেমি-ফাইনালে এক পা দিয়ে রেখেছে। একটি করে জয় ও হার নিয়ে বাংলাদেশ ও মালদ্বীপের পয়েন্ট ৩ করে।
বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে আগামী বুধবার ১বি’ গ্রুপের শেষ দুই ম্যাচে মুখোমুখি হবে লেবানন-মালদ্বীপ, বাংলাদেশ-ভুটান। বাংলাদেশ ও মালদ্বীপকে ৬ করে পয়েন্ট পেতে হলে জিততে হবে নিজেদের ম্যাচে। অন্যদিকে ভুটানের আশা বেঁচে থাকবে যদি লেবাননের বিপক্ষে মালদ্বীপ বড় ব্যবধানে হারে এবং বাংলাদেশকে যদি তারা বড় ব্যবধানে হারাতে পারে।
কঠিন এই সমীকরণ মেলা কঠিন, কিন্তু ফুটবলে অসম্ভব বলে কিছু নেই। লেবাননের বিপক্ষে হেরে যাওয়ার পর ভুটান কোচ পেমা দর্জিও আকঁড়ে ধরলেন ওই এক চিলতে আশাটুকুই।
“এখনও টুর্নামেন্ট শেষ হয়ে যায়নি। এখনও আমরা এই টুর্নামেন্ট থেকে বিদায় নেইনি। এখন পরের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে পুরো তিন পয়েন্ট পাওয়ার দিকেই আমার পুরো মনোযোগ।”
মালদ্বীপকে ৩-১ গোলে উড়িয়ে দেওয়ার পর বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা ভূটানকে শক্ত প্রতিপক্ষ বলেছিলেন। এ প্রসঙ্গ পাড়লে ভুটান কোচ অবশ্য দিলেন কৌশলী উত্তর।
“বাংলাদেশ ভালো দল। আমাদের জন্য সহজ প্রতিপক্ষ নয়, তাদের হারানোও সহজ নয়। আমাদের গ্রুপে প্রতিটি দলই ভালো। দেখা যাক কি হয়। আমার কথা হচ্ছে, আমরা আশা হারাব না। আমরা শতভাগ দিব, এটাই মূল কথা।”
এবারের সাফের অতিথি দল লেবানন ফিফা র্যাঙ্কিংয়ে অংশ নেওয়া বাকি সাত দলের চেয়ে এগিয়ে। তাদের জালে গোলের দেখা পায়নি বাংলাদেশ। পেয়েছে ভূটান। (CHENCHO GYELTSHEN) চেঞ্চো গাইয়েলতসেন পেনাল্টি মিস না করলে ব্যবধান কমতে পারত আরও।
লেবাননের জালে গোল পাওয়া দলকে বাড়তি আত্মবিশ্বাসী করবে বলে মনে হচ্ছে না পেমার। ভূটান কোচের বরং মনে হচ্ছে বাংলাদেশের রক্ষণ ভাঙা কঠিন কাজ হবে তার দলের জন্য।
“শক্তিশালী দলের বিপক্ষে গোল পাওয়াটা আত্মবিশ্বাস বাড়ানোর জন্য মূল বিষয় নয়। আমরা লেবাননের বিপক্ষে পেনাল্টিও মিস করেছি।”
“ (বাংলাদেশ) খারাপ দল নয়। তারাও ভালো দল, আমরাও ভালো দল। আমি মনে করি, বাংলাদেশের রক্ষণভাগ প্রতিপক্ষের জন্য খুবই কঠিন।”