ইউরো চ্যাম্পিয়নশিপ
সামনের ইউরো চ্যাম্পিয়নশিপে নিজের অভিজ্ঞতা দিয়ে দলকে সাহায্য করতে পারবেন ক্রিস্তিয়ানো রোনালদো, বিশ্বাস পর্তুগাল কোচ রবের্তো মার্তিনেসের।
Published : 08 Jun 2024, 03:52 PM
গত ফেব্রুয়ারিতে ৩৯ পেরিয়েছে ক্রিস্তিয়ানো রোনালদোর বয়স। ইউরোপিয়ান ক্লাব ফুটবল ছেড়ে সৌদি আরবে নাম লেখালেও জাতীয় দলে এখন নিয়মিত মুখ তিনি। সামনের ইউরো চ্যাম্পিয়নশিপে তার অভিজ্ঞতায় বড় আস্থা পর্তুগালের কোচ রবের্তো মার্তিনেসের।
জার্মানিতে আগামী শুক্রবার শুরু হবে এবারের ইউরো। 'এফ' গ্রুপে পর্তুগালের তিন প্রতিপক্ষ চেক রিপাবলিক, তুরস্ক ও জর্জিয়া। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামার আগে নিজেদের প্রস্তুতি বুঝে নিতে আরও একটি প্রীতি ম্যাচ খেলবে পর্তুগিজরা।
গত মঙ্গলবার ফিনল্যান্ডের বিপক্ষে ম্যাচে খেলেননি রোনালদো। তবে ক্রোয়েশিয়ার বিপক্ষে শুক্রবারের ম্যাচে রাখা হয়েছে তাকে। ওই ম্যাচের আগে মার্তিনেস বলেছেন, এখনও অনেক কিছু দেওয়ার আছে অভিজ্ঞ ফরোয়ার্ডের।
“ক্লাবের হয়ে খুব ধারাবাহিক পারফরম্যান্স করেছে ক্রিস্তিয়ানো। কোনো সন্দেহ নেই সে দুর্দান্ত স্কোরার। ষষ্ঠ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ খেলবে সে। পাঁচটি ইউরো খেলা একমাত্র ফুটবলার সে। তো আমরা আন্তর্জাতিক ফুটবলের অনন্য একটি অর্জনের ব্যাপারে কথা বলছি এবং তার অভিজ্ঞতা আমাদের কাছে গুরুত্বপূর্ণ।”
জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ২০৪ ম্যাচে ১২৮ গোল করেছেন রোনালদো। আন্তর্জাতিক ফুটবলে তার চেয়ে বেশি গোল নেই আর কোনো ফুটবলারের। এর আগে পাঁচ ইউরোতে দুবার ফাইনালে উঠেছে রোনালদোর পর্তুগাল। এর মধ্যে ২০১৬ সালে তারা জেতে প্রথম ও এখন পর্যন্ত একমাত্র শিরোপা।
আরও একটি টুর্নামেন্ট শুরুর আগে রোনালদোর গুরুত্বটা ভালোভাবেই বুঝিয়ে দিলেন মার্তিজেন।
“দলকে সাহায্য করার জন্যই প্রস্তুতি নিয়েছে ক্রিস্তিয়ানো। তার পক্ষে যা সম্ভব দেবে। ক্রিস্তিয়ানো ড্রেসিং রুমে যে ব্যাপারটি যোগ করে, বিশ্বের আর কোনো ফুটবলারই তা পারবে না।”