রোমায় বরখাস্ত হওয়ার পর থেকে কোচিংয়ের বাইরে থাকা জোসে মরিনিয়োর সঙ্গে আলোচনা চলছে ফেনেরবাচের।
Published : 02 Jun 2024, 01:01 AM
চার মাসের বেশি সময় ধরে কোচিংয়ের বাইরে থাকা জোসে মরিনিয়ো শিগগিরই আবার ডাগআউটে ফিরতে চান। তুরস্কের ক্লাব ফেনেরবাচের দায়িত্ব নিতে আগ্রহী এই পর্তুগিজ কোচ।
তুর্কি সুপার লিগের দলটি শনিবার জানায়, ৬১ বছর বয়সী মরিনিয়োর সঙ্গে তাদের আলোচনা চলছে। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে টিএনটি স্পোর্টসে বিশেষজ্ঞ হিসেবে কাজ করতে লন্ডনে থাকা মরিনিয়ো পরে স্কাই স্পোর্টসের সঙ্গে আলাপচারিতায় দলটির কোচ হওয়ার ইচ্ছা প্রকাশ করেন।
“এখনও কিছুই চূড়ান্ত হয়নি। সিদ্ধান্ত নিয়েছি, আমি সেখানে যেতে চাই, কিন্তু এখনও চূড়ান্ত হয়নি। আমি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করতে পারছি না, তবে হ্যাঁ, আমি যেতে চাই।”
তুরস্কের শীর্ষ লিগে এই মৌসুমে দ্বিতীয় হয় ফেনেরবাচে। তাদের চেয়ে ৩ পয়েন্ট বেশি পেয়ে চ্যাম্পিয়ন হয় গালাতাসারাই।
ফেনেরবাচের দায়িত্ব পেলে ইসমাইল কার্তালের স্থলাভিষিক্ত হবেন মরিনিয়ো। তুর্কি কোচ কার্তালের কোচিংয়ে এবার লিগে স্রেফ একটি ম্যাচ হারে দলটি। তবে ছয়টি ড্র করায় শিরোপা লড়াইয়ে পিছিয়ে পড়ে তারা।
রেয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি, ইন্টার মিলান, পোর্তোর সাবেক কোচ মরিনিয়ো দায়িত্ব পেলে তার চ্যালেঞ্জ হবে ২০১৩-১৪ মৌসুমের পর প্রথমবার ফেনেরবাচেকে লিগ শিরোপা জেতানো।
মরিনিয়োর কোচিংয়ে ২০২১-২২ মৌসুমে ইউরোপের তৃতীয় স্তরের প্রতিযোগিতা ইউরোপা কনফারেন্স লিগ জেতে রোমা। ইউরোপিয়ান প্রতিযোগিতায় যা দলটির প্রথম শিরোপা। পরের মৌসুমে তারা ইউরোপা লিগের ফাইনালে উঠলেও টাইব্রেকারে হেরে যায় সেভিয়ার কাছে।
সেরি আয় দলের বাজে পারফরম্যান্সের কারণে গত জানুয়ারির মাঝামাঝি মরিনিয়োকে বরখাস্ত করে রোমা। তখন ইতালির শীর্ষ লিগে নবম স্থানে ছিল তারা। মরিনিয়োর জায়গায় দায়িত্ব দেওয়া হয় ইতালির সাবেক ফুটবলার দানিয়েলে দে রস্সিকে। ছয়ে থেকে লিগ শেষ করে ইউরোপা লিগে জায়গা করে নেয় রোমা।