স্প্যানিশ ফুটবল
গ্যালারি বন্ধ রাখার শাস্তি কমার পাশাপাশি তাদের জরিমানার অঙ্কও অনেক কমে গেছে।
Published : 17 Oct 2024, 07:09 PM
রেয়াল মাদ্রিদের বিপক্ষে ঘরের মাঠের লড়াইয়ে নিজেদের সমর্থকদের বাজে আচরণের জন্য যে শাস্তি পেয়েছিল আতলেতিকো মাদ্রিদ, তা থেকে কিছুটা ছাড় পেয়েছে তারা। দলটির আপিলের প্রেক্ষিতে তাদের শাস্তি কমিয়েছে কর্তৃপক্ষ।
নিজেদের মাঠে আগামী তিন ম্যাচে গ্যালারির একটা অংশ বন্ধ রাখতে হতো আতলেতিকোর। সেটা এখন নেমে এসেছে এক ম্যাচে।
গত মাসের শেষদিকে ওয়ান্দা মেত্রোপলিতানোয় মাদ্রিদের দুই দলের ম্যাচের ৬৪তম মিনিটে এদের মিলিতাওয়ের গোলে রেয়াল এগিয়ে যাওয়ার একটু পরই গ্যালারি থেকে কেউ লাইটার ছুড়ে মারেন গোলরবক্ষক থিবো কোর্তোয়ার দিকে। পরে প্লাস্টিক বোতলসহ আরও নানা কিছু ছুড়ে মারা হয়।
এজন্য প্রায় ২০ মিনিট খেলা বন্ধ থাকে। পরে আর কোনো বিঘ্ন ঘটেনি। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে আনহেল কোররেয়ার গোলে ম্যাচটি ১-১ ড্র হয়।
ওই ঘটনার তিন দিনের মাথায়, স্প্যানিশ ফুটবল কর্তৃপক্ষের পক্ষ থেকে আতলেতিকোকে শাস্তি দেওয়া হয়; মেত্রোপলিতানোর গ্যালারির যে অংশ থেকে বস্তুগুলো ছোড়া হয়েছিল, আগামী তিন ম্যাচে এই অংশ বন্ধ রাখতে হবে। সেটা এখন কমে এক ম্যাচ করা হলো।
একইসঙ্গে জরিমানা অঙ্কও কমেছে। আগের ঘোষণায় আতলেতিকোকে ৪৫ হাজার ইউরো জরিমানা করা হয়েছিল। এখন দিতে হবে কেবল তিন হাজার ইউরো।
লা লিগার ক্লাবটি অবশ্য এরই মধ্যে উক্ত ঘটনায় দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে। অপরাধী চারজনকে শনাক্ত করে তাদেরকে আজীবনের জন্য নিষিদ্ধ করেছে।
মৌসুমের প্রথম ওই মাদ্রিদ ডার্বির তিন দিন পর, চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকার মাঠে গিয়েও অসাদাচারণ করে আতলেতিকোর কিছু সমর্থক। এতেও ভিন্ন শাস্তির মুখে পড়ে ক্লাবটি।
অপ্রীতিকর ওইসব ঘটনা প্রতিরোধে ব্যবস্থা নিলেও, দর্শকদের আচরণের জন্য শাস্তির বিষয়টি ভালোভাবে নেয়নি আতলেতিকো। বলা যায় প্রতিবাদস্বরূপ অভিনব এক পদক্ষেপ নিয়েছে ক্লাবটি।
পরবর্তী পাঁচটি অ্যাওয়ে ম্যাচে ক্লাবের মৌসুম টিকেটধারী দর্শকদের কাছে কোনো টিকেট বিক্রি করবে না আতলেতিকো। অর্থাৎ প্রতিপক্ষের মাঠে নিজ দলের দর্শকদের যেতে নিরুৎসাহী করবে তারা। যা বড় আর্থিক ক্ষতির কারণ হতে পারে ওই ম্যাচগুলোর স্বাগতিক দলের জন্য।