এমন ঘটনায় ওই গোলরক্ষকের প্রতিপক্ষ দল কর্নার পাবে।
Published : 01 Mar 2025, 09:25 PM
ফুটবলে মাঝেমধ্যেই দেখা যায়, কোনো বিশেষ পরিস্থিতিতে কোনো এক দলের সময় নষ্টের প্রবণতা। অকারণে বল ধরে রাখেন গোলরক্ষক। এটাকে রুখতে এলো নতুন নিয়ম- আট সেকেন্ডের বেশি সময় গোলরক্ষক বল ধরে রাখলেই পেতে হবে শাস্তি।
ফুটবলের নিয়ম প্রণয়নকারী সংস্থা আইএফএবি শনিবার বেলফাস্টে সংস্থার ১৩৯তম বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত নিয়েছে। যে গোলরক্ষক আট সেকেন্ডের বেশি সময় বল ধরে রাখবে, শাস্তি স্বরূপ তার প্রতিপক্ষ দলকে কর্নার দেবেন রেফারি।
আগামী মৌসুম থেকে নতুন এই নিয়ম কার্যকর হবে।
বর্তমান নিয়ম অনুযায়ী, গোলরক্ষক বল না ছেড়ে দিয়ে ছয় সেকেন্ডের বেশি সময় ধরে রাখলে প্রতিপক্ষ দল ইনডাইরেক্ট ফ্রি কিক পেয়ে থাকে।