স্প্যানিশ ফুটবল
মেসিকে তার তরুণ বয়সের সময়ের কথা মনে করিয়ে দেয় ১৭ বছর বয়সী ইয়ামাল।
Published : 13 Dec 2024, 07:02 PM
ছোট্ট ক্যারিয়ারে বার্সেলোনা ও স্পেনের হয়ে এরই মধ্যে বেশ কিছু রেকর্ড-কীর্তি গড়েছেন লামিনে ইয়ামাল। বিশ্ব ফুটবলে বর্তমানে সবচেয়ে উজ্জ্বল তরুণ প্রতিভাদের একজন তিনি। তার মাঝে লিওনেল মেসির ছায়া দেখেন অনেকে। আর্জেন্টাইন মহাতারকা নিজেও বলছেন, তাকে তার তরুণ বয়সের সময়ের কথা মনে করিয়ে দেয় ১৭ বছর বয়সী ইয়ামাল।
সাত বছর বয়সে বার্সেলোনার একাডেমিতে যোগ দেওয়া ইয়ামালের মূল দলে অভিষেক হয় ১৫ বছর বয়সে। এরই মধ্যে ক্লাবের হয়ে ৭০টির বেশি ম্যাচ খেলে ফেলেছেন তিনি। গত ইউরোতে স্পেনের শিরোপা জয়েও রেখেছেন বড় অবদান।
এবারের ব্যালন দ’র অনুষ্ঠানে বর্ষসেরা তরুণ ফুটবলারের পুরস্কার কোপা ট্রফি জেতেন তিনি। কিছুদিন আগে সবচেয়ে কম বয়সে জেতেন ‘গোল্ডেন বয়’ পুরস্কার; ইউরোপের শীর্ষ লিগগুলোতে খেলা ২১ বছর বা এর চেয়ে কম বয়সীদের মধ্যে সেরা ফুটবলারকে পুরস্কারটি দেয় ইতালিয়ান সংবাদপত্র তুত্তোস্পোর্ত।
সম্প্রতি জার্মানিতে ক্রীড়া সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডিডাসের সদর দপ্তরে একটি ইভেন্টে নতুন প্রজন্মের একজন খেলোয়াড়ের নাম জানতে চাওয়া হয় মেসির কাছে। এই ফুটবল কিংবদন্তি তুলে ধরেন ইয়ামালের কথা।
“তরুণ ফুটবলারদের দারুণ একটি প্রজন্ম উঠে এসেছে। তাদের সামনে অনেক বছর পড়ে আছে। যদি কাউকে বেছে নিতে হয়, সেটা বয়স ও ভবিষ্যতের কারণে, আমি শুনেছি অনেকেই লামিনে ইয়ামালকে বেছে নিয়েছে, কোনো সন্দেহ নেই আমিও তাই নেব।”
“আমি একমত। তবে এটা তার ওপর এবং আরও অনেক কিছুর ওপর নির্ভর করছে। কারণ, ফুটবল এমনই। কিন্তু সে-ই (ফুটবলের) বর্তমান এবং নিঃসন্দেহে তার দারুণ ভবিষ্যৎ রয়েছে।”
রেকর্ড আটবারের ব্যালন দ’র জয়ী মেসি ইচ্ছার বিরুদ্ধে বার্সেলোনা ছাড়েন ২০২১ সালে। কাম্প নউয়ে ২১ বছরের অধ্যায়ে রেকর্ড ৩৪টি শিরোপা জেতেন তিনি। কাতালান ক্লাবটির হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার ও গোলের রেকর্ডও তার।
মেসি ক্লাব ছাড়ার পর গত কয়েক বছরে খুব একটা সাফল্য পায়নি বার্সেলোনা। জার্মান কোচ হান্সি ফ্লিকের কোচিংয়ে এই মৌসুমে এখন পর্যন্ত লা লিগার শীর্ষে আছে তারা। নতুন আঙ্গিকের চ্যাম্পিয়ন্স লিগের টেবিলে উঠে এসেছে দুই নম্বরে।
বার্সেলোনাকে ফের তিন শিরোপা জিততে দেখতে চান বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে খেলা ৩৭ বছর বয়সী মেসি।
“বার্সাকে লা লিগা, কোপা দেল রে ও চ্যাম্পিয়ন্স লিগ জিততে দেখতে চাই আমি। যে বছরগুলোতে তারা তা করতে পারে না, অন্তত শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে।”