স্প্যানিশ ফুটবল
মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে ইনিগো মার্তিনেসকে হারাল বার্সেলোনা।
Published : 13 Jan 2025, 06:45 PM
রেয়াল মাদ্রিদকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা জয়ের আনন্দের মাঝে বার্সেলোনার জন্য অস্বস্তির কাঁটা হয়ে এসেছে ইনিগো মার্তিনেসের চোট। হ্যামস্ট্রিং চোটে এক মাসের বেশি সময়ের জন্য ছিটকে গেছেন এই স্প্যানিশ ডিফেন্ডার।
সৌদি আরবের জেদ্দায় রোববার দলের ৫-২ গোলে জয়ের ম্যাচে পায়ে অস্বস্তি অনুভব করায় ২৯তম মিনিটে মাঠ ছাড়েন মার্তিনেস।
স্প্যানিশ সংবাদমাধ্যম এসএ-এর প্রতিবেদন অনুযায়ী, ৩৩ বছর বয়সী এই ফুটবলারের ডান পায়ের ফিমোরাল বাইসেপসে পেশি ছিঁড়ে গেছে।
আরও পরীক্ষা করানো হবে তার। তবে লম্বা সময়ই বাইরে থাকতে হবে তাকে। বার্সেলোনার জন্য যা বড় ধাক্কা।
এই মৌসুমে হান্সি ফ্লিকের দলের গুরুত্বপূর্ণ সদস্য মার্তিনেস। সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত দলের ২৮ ম্যাচের ২৭টিই তিনি খেলেছেন।
রেয়াল ম্যাচে মার্তিনেসের বদলি নামেন রোনাল্দ আরাউহো। উরুগুয়ের এই ডিফেন্ডারের ইউভেন্তুসে চলে যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে ফাইনালের আগে সেই গুঞ্জন উড়িয়ে দেন বার্সেলোনা কোচ। এখন তাকে আরও বেশি প্রয়োজন হবে দলটির।
হ্যামস্ট্রিং চোটে লম্বা সময় বাইরে থাকার পর চলতি মাসের শুরুতে কোপা দেল রের ম্যাচ দিয়ে মাঠে ফেরেন আরাউহো। সুপার কাপ ছিল মৌসুমে তার দ্বিতীয় ম্যাচ।
নিজেদের পরের ম্যাচে আগামী বুধবার কোপা দেল রের শেষ ষোলোয় রেয়াল বেতিসের মুখোমুখি হবে বার্সেলোনা।