চ্যাম্পিয়ন্স লিগ
Published : 30 Apr 2025, 04:01 PM
এক সপ্তাহ আগেও ট্রেবল জয়ের দৌড়ে দারুণভাবে ছুটছিল ইন্টার মিলান। আর এখন শিরোপাশূন্য মৌসুম কাটানোর শঙ্কা ইতালিয়ান ক্লাবটির সামনে। তবে ঘুরে দাঁড়ানোর আশা ছাড়ছেন না সিমোনে ইনজাগি। কঠিন সপ্তাহটি ভুলে, ভীতি দূরে সরিয়ে দলকে বার্সেলোনার মুখোমুখি হওয়ার তাগিদ দিয়েছেন তিনি।
চ্যাম্পিয়ন্স লিগে সেমি-ফাইনালের প্রথম লেগে বুধবার বার্সেলোনার বিপক্ষে লড়বে ইন্টার মিলান। স্প্যানিশ ক্লাবটির মাঠে লড়াই শুরু বাংলাদেশ সময় রাত একটায়।
গত সপ্তাহের আগ পর্যন্ত মৌসুমে সময়টা দুর্দান্ত কাটছিল ইন্টারের। সব প্রতিযোগিতার শিরোপার লড়াইয়ে ছিল তারা। কিন্তু হুট করেই যেন পথ হারিয়ে ফেলেছে দলটি। সব প্রতিযোগিতা মিলিয়ে হেরে যায় টানা তিন ম্যাচ। ২০১৭ সালের পর প্রথম এমন অভিজ্ঞতা হলো ক্লাবটির।
সেরি আয় গত রোববার ঘরের মাঠে রোমার বিপক্ষে ১-০ গোলে হারে ইন্টার। আগের রাউন্ডে বোলোনিয়ার মাঠেও একই ব্যবধানে হেরেছিল তারা। এর মাঝে ইতালিয়ান কাপে সেমি-ফাইনালের ফিরতি লেগে এসি মিলানের বিপক্ষে ৩-০ গোলে হেরে, দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে পিছিয়ে থেকে প্রতিযোগিতাটি থেকে বিদায় নেয় ইনজাগির দল।
লিগে টানা দুই হারে শিরোপা ভাগ্যও ইন্টারের হাত থেকে ছুটে গেছে। তাদের টপকে এখন ৩৪ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে নাপোলি। সমান ম্যাচে ইন্টারের পয়েন্ট ৭১।
মৌসুমের শেষ ভাগের গুরুত্বপূর্ণ সময়ে এসে ছন্দ হারিয়ে ফেলা দলটি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার লড়াইয়ে খেলবে বার্সেলোনার বিপক্ষে। যারা লা লিগার টেবিলে আছে শীর্ষে। আর গত শনিবার কোপা দেল রের ফাইনালে রেয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারিয়ে ঘরে তুলেছে শিরোপা।
২০২৫ সালে এখন পর্যন্ত স্রেফ একটি ম্যাচ হারা বার্সেলোনার বিপক্ষে জিততে হলে দলকে গত সপ্তাহের বিবর্ণতা ভুলে যেতে বললেন ইনজাগি।
“গত সপ্তাহের সব কিছু ভুলে যাও। চার বছর ধরে এই খেলোয়াড়রা অসাধারণ কিছু করছে এবং তারা সেটা করে যাচ্ছে। গত সপ্তাহ তাদের সেই পরিশ্রমকে মুছে দিচ্ছে না। দারুণ একটা মৌসুম কাটছে। আমরা সবশেষ তিন ম্যাচের পারফরম্যান্স বিশ্লেষণ করেছি। আমাদের আরও ভালো করতে হবে…।”
“(গত সপ্তাহ পর্যন্ত) আমরা প্রতিটি শিরোপার জন্য লড়াই করছিলাম, যখন কেউ কেউ বলছিল ইতালিতে (সেরি আ) সেরা চারে থাকা (আমাদের) কঠিন হবে। আমাকে এই ছেলেদের এবং দলের সম্পর্কে খারাপ কথা বলতে শুনবেন না। তাদের ধন্যবাদ, গত চার বছরে আমরা সব প্রত্যাশা ছাড়িয়ে গেছি।”
২০২১ সালে ইন্টার মিলানের দায়িত্ব নেওয়া ইনজাগির কোচিংয়ে একটি সেরি আ, দুটি ইতালিয়ান কাপ জিতেছে ইন্টার মিলান। ২০২৩ সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও খেলেছিল দলটি তার হাত ধরে। তবে সেবার রেয়াল মাদ্রিদের বিপক্ষে হেরে শিরোপা স্বপ্ন ভাঙে ইন্টারের।
ইনজাগির কোচিংয়ে ইউরোপ সেরার প্রতিযোগিতার আরেকটি ফাইনালে খেলার সুযোগ ইন্টারের সামনে। তবে শেষ চারের প্রতিপক্ষ যখন বার্সেলোনা, নিজেদের আরও ভালোভাবে প্রস্তুত থাকতে হবে বলে মনে করছেন ইতালিয়ান দলটির কোচ। সঙ্গে ভয়ডরহীন ফুটবল খেলার কথাও বললেন তিনি।
“সম্ভবত এই মুহূর্তে বিশ্বের সেরা দলের বিপক্ষে আমরা খেলব। টেকনিক্যালি আমাদের খুব পরিপাটি থাকতে হবে। এমন শক্তিশালী দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করতে আমাদের অনেক দিকে নিখুঁত থাকতে হবে। ফ্লিক দারুণ একজন কোচ, যে আক্রমণভাগে দলকে দারুণভাবে সাজিয়েছে। বল হারালে দ্রুত সেটা নিতে নিতে পারে তারা। তাদের দুর্দান্ত ফরোয়ার্ড, মিডফিল্ডার এবং একাডেমি থেকে উঠে আসা প্রচুর খেলোয়াড় রয়েছে।”
“তাই সর্বোচ্চ সম্মান দিয়ে, তবে ভয় নিয়ে নয়, আমরা তাদের চোখে চোখ রেখে খেলব, যেমনটা করেছিলাম বায়ার্নের (কোয়ার্টার-ফাইনালে) বিপক্ষে। প্রতিযোগিতায় দারুণ সব দল আছে, কিন্তু আমরা আমাদের ছাপ রাখতে চাই।”
সেমি-ফাইনালের ফিরতি লেগ আগামী মঙ্গলবার, ইন্টারের মাঠে।