দুই ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো ও রিভালদো মনে করেন এবারের ব্যালন দ’র জয়ের জন্য দরকারি সবকিছু এরই মধ্যে করে ফেলেছেন রেয়াল মাদ্রিদ ফরোয়ার্ড।
Published : 08 Jun 2024, 12:26 AM
দারুণ একটি মৌসুম পার করা ভিনিসিউস জুনিয়রকে এবারের ব্যালন দ’রের দাবিদারদের একজন ধরা হচ্ছে। আসছে কোপা আমেরিকায়ও এই ব্রাজিলিয়ান তারকা আলো ছড়ালে চলে যাবেন বাকি দাবিদারদের ধরা ছোঁয়ার বাইরে। তবে তার দুই স্বদেশি গ্রেট রোনালদো ও রিভালদোর মনে হচ্ছে, ব্যালন দ’র জয়ের জন্য যা কিছু প্রয়োজন, তা এরই মধ্যে করে ফেলেছেন রেয়াল মাদ্রিদ ফরোয়ার্ড।
রেয়ালের হয়ে সদ্য শেষ হওয়া ২০২৩-২৪ ক্লাব মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জেতেন ভিনিসিউস। ওয়েম্বলিতে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে রেয়ালের ২-০ ব্যবধানের জয়ের ম্যাচে দ্বিতীয় গোলটি করেন তিনি।
ওই জয়ে চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ ট্রফি জয়ের রেকর্ডটা (১৫টি) আরেকটু উঁচুতে তুলেছে রেয়াল। সান্তিয়াগো বের্নাবেউয়ে ছয় বছরের ক্যারিয়ারে এ নিয়ে দ্বিতীয়বার এই ট্রফি উঁচিয়ে ধরলেন ভিনিসিউস।
রেয়ালের হয়ে এবার লা লিগা ও স্প্যানিশ সুপার কাপও জিতেছেন ভিনিসিউস এবং দলের এই দুই ট্রফি জয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তার।
রিভালদো এর আগে বলেছিলেন, ফ্রেঞ্চ ম্যাগাজিনের দেওয়া মর্যাদার স্বীকৃতি ব্যালন দ’র জিততে এ মৌসুমে ভিনিসিউসের পারফরম্যান্সের উন্নতির পাশাপাশি আরও গোল করা প্রয়োজন। তবে রেয়ালের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৩ বছর বয়সী ফরোয়ার্ড এবার ৩৪ ম্যাচ খেলে ২৪ গোল করার পর রিভালদোর মনে হচ্ছে, প্রয়োজনটুকু মিটিয়েছেন ভিনি।
“সে খুবই নিবেদিতপ্রাণ ছেলে। সে রেয়াল মাদ্রিদে যাওয়ার পর রেয়ালের ‘বি’ দলে গিয়েছিল শিখতে। কিছু ম্যাচ খেলেছিল এবং আমরা দেখলাম, গোল করা শেখার জন্য তার আরেকটু সময় প্রয়োজন। এবং সে সেটা শিখল! সে কঠোর পরিশ্রম করেছিল এবং নিজেকে সঁপে দিয়েছিল। আজ আপনারা দেখতে পাচ্ছেন, গোল করা তার জন্য অনেক সহজ।”
এই মৌসুম আরও সাফল্যের রঙে রাঙানোর সুযোগ আছে ভিনিসিউসের সামনে। আগামী ২০ জুন যুক্তরাষ্ট্রে শুরু হবে কোপা আমেরিকার আসর। ইএসপিএন ব্রাসিলের সঙ্গে আলাপচারিতায় রিভালদো বললেন, কোপার সাফল্য স্রেফ ভিনির প্রাপ্তির শোকেসে বাড়তি যোগ হবে।
“অভিনন্দন পাওয়ার মতো খেলোয়াড় ভিনি। ব্যালন দ’র তার প্রাপ্য। অবশ্যই, তার জন্য এবার কোপা আমেরিকা জিতেই ব্যালন দ’র জেতার চেয়ে ভালো কিছু হতে পারে না, তাই না? ইতোমধ্যেই অবশ্য ব্যালন দ’র তার প্রাপ্য। কিন্তু যদি সে কোপা জিতে, তাহলে সেটা আরও ভালো।”
ওই আলাপচারিতায় রিভালদোর পাশে বসেই ‘দ্য ফেনোমেনোন’ রোনালদোও সম্মতি জানান। বিশ্বকাপ জয়ী এই ব্রাজিলিয়ান গ্রেটও মনে করেন, ভিনিসিউসের এবারের ব্যালন দ’র প্রাপ্য।
“আমি মনে করি, ইতোমধ্যেই ভিনির ব্যালন দ’র পাওনা হয়ে গেছে। চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগায় সে দারুণ সময় কাটিয়েছে এবং আরও বেশি বিকশিত হচ্ছে।”
“মনে পড়ছে, রেয়াল মাদ্রিদে সে যেদিন এসেছিল, আমি তার পরিচিতি অনুষ্ঠান উপস্থাপনা করেছিলাম এবং তার সঙ্গে সময়টা বেশ ভালো কেটেছিল। ভিনির সঙ্গে ফুটবল নিয়ে অনেক কথা বলেছিলাম, নির্দিষ্ট বিষয়ে বিস্তারিত কথা হয়েছিল এবং এখন পর্যন্ত যা কিছু ঘটেছে, সবকিছু দেখে মনে হচ্ছে সে চমৎকার উন্নতি করেছে।”
ভিনিসিউসকে বর্তমান সময়ের সেরার মুকুট পরিয়ে দেন অনেকে। রোনালদোও সেই দলে।
“আমি মনে করি, সময় এসে গেছে (ভিনির ব্যালন দ’র জয়ের)। রেয়াল মাদ্রিদের হয়ে এ বছর সে নির্ণায়ক ছিল। আমার কাছে, এ মুহূর্তে বিশ্বের সেরা খেলোয়াড় সে।”