নেশন্স লিগ
এই নিয়ে টানা চার ম্যাচে অধিনায়ককে পাচ্ছে না ফরাসিরা।
Published : 07 Nov 2024, 09:53 PM
উয়েফা নেশন্স লিগে আসছে ম্যাচ দুটি খেলতে জাতীয় দলে যোগ দিতে চেয়েছিলেন কিলিয়ান এমবাপে। কিন্তু রেয়াল মাদ্রিদের তারকা এই ফরোয়ার্ডকে আরেকবার দলের বাইরে রাখলেন ফ্রান্সের কোচ দিদিয়ে দেশম।
এমবাপেকে ছাড়াই ইসরায়েল ও ইতালি ম্যাচের জন্য বৃহস্পতিবার দল ঘোষণা করেন দেশম। সংবাদ সম্মেলনে দলের অধিনায়ককে না নেওয়ার কারণ জানাননি তিনি। তবে সিদ্ধান্তটি একান্তই তার নিজের।
“আমি তার সঙ্গে আলোচনা করেছি। (তাকে না নেওয়ার) সিদ্ধান্তটি শুধু এই ব্লকের (মাসের) ম্যাচের জন্যই নিয়েছি। সে আসতে চেয়েছিল।”
গত অক্টোবরে নেশন্স লিগের সবশেষ দুই ম্যাচের দলেও ছিলেন না এমবাপে। সে সময় দেশম বলেছিলেন, পুরোপুরি সেরে ওঠার জন্য এমবাপেকে বিশ্রাম দিয়েছেন তিনি। কিন্তু অধিনায়ককে দলে না দেখে তখন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিলেন ফরাসি সমর্থকরা।
এনিয়ে জাতীয় দলে টানা চার ম্যাচে দেখা যাবে না এমবাপেকে। ফ্রান্স দলে এই তারকা ফরোয়ার্ডের এবারের অনুপস্থিতির কারণ হতে পারে তার পড়তি পারফরম্যান্স।
ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে রেয়ালে যোগ দেওয়া এমবাপে নতুন ক্লাবে এখনও নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। লা লিগায় বার্সেলোনার বিপক্ষে ম্যাচের পর, গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে এসি মিলানের বিপক্ষে ম্যাচেও নিষ্প্রভ ছিলেন তিনি। দুটি ম্যাচেই অনেক সুযোগ নষ্ট করেন বিশ্বকাপজয়ী এই তারকা, রেয়ালও হারে বড় ব্যবধানে।
নেশন্স লিগে নিজেদের গ্রুপে দ্বিতীয় স্থানে আছে ফ্রান্স। চার ম্যাচে ৯ পয়েন্ট তাদের। শীর্ষে থাকা ইতালির পয়েন্ট ১০।
আগামী বৃহস্পতিবার ইসরায়েলের বিপক্ষে খেলবে ফ্রান্স। তিন দিন পর ইতালির মুখোমুখি হবে তারা।