জুনিয়র এএইচএফ কাপ
জুনিয়র এএইচএফ কাপ হকির পুরুষ বিভাগে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ।
Published : 19 Jun 2024, 05:08 PM
জুনিয়র এএইচএফ কাপ হকির পুরুষ বিভাগে জয়ের ধারায় আছে বাংলাদেশ। থাইল্যান্ডকে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে যুবারা।
সিঙ্গাপুরে হওয়া এই প্রতিযোগিতায় বুধবার ৪-২ গোলে জিতেছে বাংলাদেশ। স্বাগতিকদের ৭-০ গোলে হারিয়ে আসর শুরুর পর শ্রীলঙ্কার বিপক্ষে ৫-০ ব্যবধানে জিতেছিল তারা।
থাইল্যান্ডের শুরুটা ছিল অবশ্য আশা জাগানিয়া; একাদশ মিনিটে এগিয়ে যায় তারা। এরপর দ্রুতই দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে একের পর এক গোল করতে থাকে বাংলাদেশ।
পঞ্চদশ মিনিটে মোহাম্মদ আব্দুল্লাহ পেনাল্টি কর্নার থেকে সমতা ফেরানোর পর ২৬তম মিনিটে মোহাম্মদ ইসলামের ফিল্ড গোলে এগিয়ে যায় বাংলাদেশ।
৪০তম মিনিটে শরিফ আমান ও আট মিনিট পর মোহাম্মদ হোসেনের লক্ষ্যভেদে স্কোরলাইন ৪-১ করে নেয় বাংলাদেশ। শেষ দিকে ব্যবধান কমানো দ্বিতীয় গোলটি করে থাইল্যান্ড।
পুল ‘এ’-তে নিজেদের চতুর্থ ম্যাচে বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।