নারী ফুটবল
তৃতীয় পক্ষের হস্তক্ষেপ নয়, আগ্রহীদের আগামী অক্টোবরের নির্বাচনের মাধ্যমে বাফুফে দায়িত্বে নেওয়ার পথ দেখিয়ে দিলেন বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।
Published : 11 Aug 2024, 07:37 PM
ক্ষমতার পালাবদলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিন, নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের পদত্যাগের দাবি তুলেছেন ‘বাংলাদেশি ফুটবল আলট্রাস’ নামের সমর্থকগোষ্ঠী। উদ্ভূত পরিস্থিতিতে সার্বিক বিষয় মাথায় রেখে নারী ফুটবল খেলোয়াড়দের ছুটি দিয়েছে বাফুফে।
নারী ফুটবলাররা বছর জুড়েই থাকেন বাফুফে ভবনের চতুর্থ তলায়, সেখান থেকে চলে তাদের সব কার্যক্রম। বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বাফুফে ভবনে এসে রোববার জানালেন, নানা দিক বিবেচনা করে মেয়েদের ১০ দিনের ছুটি দিয়েছেন তারা।
“মূলত মেয়েরাই ব্রেক (বিরতি) চাইছিল। এতগুলো ম্যাচ খেলার কারণে তারা বিরতি চেয়েছিল, তাছাড়া আমাদের সামনের টুর্নামেন্টের যেহেতু দেরি আছে, আমরা তাদের ছুটি দিতে চেয়েছিলাম।”
“আগামীকাল (আজ) সমর্থকদের কর্মসূচির কথা শুনে নিরাপত্তার স্বার্থে ওদের আমরা গতকাল থেকেই ছুটি নিতে বলেছিলাম। বলেছিলাম, তোমাদের যাওয়ার বন্দোবস্তো করে দিচ্ছি, কিন্তু আগামীকাল থেকে ছুটিতে যেতে চায়।”
আগামী অক্টোবরে নেপালে বসবে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ। সাবিনা-মারিয়ারা এবার অংশ নিবেন মুকুট ধরে রাখার লক্ষ্য নিয়ে।
অক্টোবরেই হবে বাফুফের নির্বাচন। বৈশ্বিক ফুটবলের নিয়ন্তা সংস্থার অধীন বাফুফে সায়ত্ত্বশায়িত প্রতিষ্ঠান। তৃতীয় পক্ষের হস্তক্ষেপ হলে ফিফার নিষেধাজ্ঞা আসতে পারে, তাতে ক্ষতিগ্রস্ত হবেন খেলোয়াড়রা- এই দিকগুলো তুলে ধরলেন সাধারণ সম্পাদক।
“আগামী অক্টোবরে বাফুফের নির্বাচন। নির্বাচন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। কারো যদি কোনো দাবি থাকে, তারা নির্বাচনে আসুক। নিয়মতান্ত্রিকভাবে বাফুফে টেক-ওভার করুক।“
বর্তমান টালমাটাল পরিস্থিতিতে প্রিমিয়ার লিগের দলবদল কার্যক্রমও চলছে না ঠিকঠাক। আগামী ১৯ আগস্ট শেষ হওয়ার কথা দলবদলের, তবে পরিস্থিতির বিবেচনায় ফিফার কাছে সময় বাড়ানোর অনুমতি চাওয়া হয়েছে বলেও জানিয়েছেন তুষার।