ডাচ ফুটবল
নিজেদের ইতিহাসে প্রথমবার ডাচ লিগের ম্যাচে ৯ গোল হজম করেছে হিরেনভিন, দলটির নতুন কোচ রবিন ফন পার্সি বলছেন, ‘খুব বড় ধাক্কা।’
Published : 15 Sep 2024, 07:07 PM
প্রথমবারের মতো প্রধান কোচের দায়িত্বে রবিন ফন পার্সির সময়টা মোটেও ভালো কাটছে না। সবশেষ ডাচ লিগে এজেড ওকমারের বিপক্ষে ৯-১ গোলে হেরেছে তার দল হিরেনভিন। এমন হার সাবেক এই ডাচ স্ট্রাইকারকে মনে করিয়ে দিচ্ছে এক যুগ আগের দুঃস্মৃতি, যখন আর্সেনালের খেলোয়াড় হিসেবে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ৮-২ গোলে হেরেছিলেন তিনি।
নেদারল্যান্ডসের শীর্ষ লিগে শনিবার ওকমারের মাঠে ওই হার সঙ্গী হয় হিরেনভিনের। প্রথমার্ধে ২-১ গোলে পিছিয়ে ছিল তারা। বিরতির পর তারা হজম করে আরও ৭ গোল। ওকমারের হয়ে ম্যাচে একাই ৪ গোল করেন টটেনহ্যাম হটস্পারের সাবেক স্ট্রাইকার ট্রয় প্যারট।
গত মে মাসে দুই বছরের চুক্তিতে হিরেনভিনের প্রধান কোচের দায়িত্ব পান ৪১ বছর বয়সী ফন পার্সি। তার কোচিংয়ে লিগে চার ম্যাচের দুটিই হেরেছে দলটি। একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ১২ নম্বরে আছে তারা।
২০১১-১২ মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগে ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ৮-২ গোলে হারের সময় আর্সেনালের অধিনায়ক ছিলেন ফন পার্সি। ওই হারকে ‘অপমানজনক’ বলে মন্তব্য করেছিলেন তখনকার আর্সেনাল কোচ আর্সেন ভেঙ্গার। পরের মৌসুমে ফন পার্সিকে দলে টানেন ইউনাইটেডের কিংবদন্তি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন।
হিরেনভিনের বড় হারের পর ফন পার্সি বলেন, এই অনুভূতি তার জন্য নতুন নয়। হার থেকে শিক্ষা নিয়ে সামনে এগোনোর প্রত্যয় জানান নেদারল্যান্ডসের হয়ে ১০০-এর বেশি ম্যাচ খেলা সাবেক এই স্ট্রাইকার।
“আমিও জানি এই অনুভূতি কেমন। আমি একবার ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ৮-২ গোলে হেরেছিলাম। সেটাও ভালো অভিজ্ঞতা ছিল না, কিন্তু একজন ফুটবলার হওয়ার অংশ এটা। প্রত্যেকের সেরা হয়ে ওঠার যাত্রার অংশ এটা।”
“কঠিন মুহূর্ত। আপনি ক্যারিয়ারে অনেক বাধার সম্মুখীন হবেন। এটা খুব বড় ধাক্কা। এই ম্যাচ থেকে আমরা সাধারণভাবে যা শিখতাম, তার থেকে আরও বেশি শিক্ষা পেয়েছি। এটা ফুটবলেরই অংশ। এতে আমি আঘাত পাইনি এবং আমার খেলোয়াড়রাও নয়।”
পাঁচ মাসের কম সময়ের মধ্যে লিগে দুবার ম্যাচে অন্তত ৮ গোল হজম করল হিরেনভিন। আগের মৌসুমে গত এপ্রিলে ঘরের মাঠে পিএসভি আইন্দহোভেনের বিপক্ষে ৮-০ গোলে হেরেছিল তারা।