চ্যাম্পিয়ন্স লিগ
পিএসজির সামনে ম্যানচেস্টার সিটি; আট বছর পর সাবেক সতীর্থ ও বন্ধু পেপ গুয়ার্দিওলার মুখোমুখি হচ্ছেন লুইস এনরিকে।
Published : 22 Jan 2025, 08:10 AM
লড়াইটা ম্যানচেস্টার সিটির বিপক্ষে পিএসজির। তবে লুইস এনরিকের কাছে এই ম্যাচের মাহাত্ম্য একটু বেশিই। দীর্ঘ সময় পর আবারও যে ডাগআউটে পেপ গুয়ার্দিওলার মুখোমুখি হচ্ছেন তিনি। খেলোয়াড়ী জীবনে বার্সেলোনা ও স্পেন দলে দুজন খেলেছেন একসঙ্গে, খুব ভালো বন্ধুও তারা।
পিএসজি কোচ এনরিকের কাছে আসছে ম্যাচটি তাই বিশেষ কিছু। তবে তার আশা, তাদের জন্য মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ হবে না এটি।
১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত পাঁচ বছর বার্সেলোনায় সতীর্থ ছিলেন এনরিকে ও গুয়ার্দিওলা। পরে গুয়ার্দিওলা যখন বার্সেলোনার কোচ, তখন বার্সেলোনা ‘বি’ দলের দায়িত্বে ছিলেন এনরিকে।
ডাগআউটে এখন পর্যন্ত চারবার দেখা হয়েছে দুজনের। যেখানে দুজনেরই জয় সমান দুটি করে।
আট বছর পর আবার দুই বন্ধু মুখোমুখি হচ্ছেন তাদের নিজ নিজ দলের খুব কঠিন সময়ে। দুজনের দলই চ্যাম্পিয়ন্স লিগে ধুঁকছে। নতুন আঙ্গিকের আসরে ৬ ম্যাচে ২ জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে ২৫তম স্থানে আছে পিএসজি। সমান ম্যাচে ২টি করে জয় ও ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে ২২ নম্বরে ইংলিশ চ্যাম্পিয়ন সিটি।
৩৬ দলের আসরে শীর্ষ আট দল সরাসরি যাবে শেষ ষোলোয়। নবম থেকে ২৪তম স্থানে থাকা দলগুলো দুই লেগের প্লে-অফ খেলবে শেষ ষোলোর বাকি আট দলের মধ্যে জায়গা করে নিতে।
সিটি ও পিএসজির শীর্ষ আটে থাকার সম্ভাবনা নেই বললেই চলে। তাদের সেরা ২৪ দলের মধ্যে থাকাই কঠিন।
প্যারিসে বুধবার দুই দলের লড়াই শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়। আগের দিন সংবাদ সম্মেলনে এনরিকে তুলে ধরলেন এই ম্যাচের মাহাত্ম্য।
“আগামীকাল (বুধবার) স্পেশাল ম্যাচ, আর সেটা কেবল দুই দলের জন্য গুরুত্বের কারণেই নয়, বরং আমি এমন এক বন্ধুর মুখোমুখি হব, যার সঙ্গে বহু বছর ধরে আমি খেলেছি এবং কোচ হিসেবে আমরা একে অপরের মুখোমুখি হয়েছি।”
“আশা করি, সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটি ম্যানচেস্টার সিটির বিপক্ষে হবে না, সেটা হবে প্রতিযোগিতার পরবর্তী ধাপে খুব উঁচু স্তরে, যেখানে ট্রফি হারানোর ঝুঁকি থাকবে। এটাই আমি আশা করি।”
তবে পিএসজি কোচ জানেন, আসছে ম্যাচের ফল আসরে দুই দলের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ হতে পারে।
“চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফরম্যাটের কারণে এটি খুব বিশেষ একটা ম্যাচ। আমার মনে হয় না কেউ ভবিষ্যদ্বাণী করতে পারত যে, সপ্তম ম্যাচের আগে সিটির এত কম পয়েন্ট থাকবে। কিন্তু এটিই ফুটবল এবং এটিই নতুন ফরম্যাট। এই মুহূর্তে আমরা জানি না যে, পরের ধাপে যাওয়ার জন্য আমাদের কত পয়েন্ট প্রয়োজন হবে, কেউ বলতে পারে না। হয়তো এই রাউন্ডের পর আমরা তা জানতে পারব।”
আসরে অ্যাওয়ে ম্যাচে পিএসজি হেরেছে আর্সেনাল ও বায়ার্ন মিউনিখের মাঠে। তবে ঘরের মাঠে পিএসভি আইন্দহোভেনের সঙ্গে ড্র ও আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে হারটাই বেশি পোড়াচ্ছে এনরিকেকে।
“ঘরের মাঠে পিএসভি ও আতলেতিকোর বিপক্ষে ম্যাচ আমাদের জেতা উচিত ছিল। এটিই বাস্তবতা। এই দুটি ম্যাচ আমাদের জেতা উচিত ছিল, কিন্তু ফুটবল এত সহজ নয়। এই পাঁচ পয়েন্ট পেলে আমরা এরই মধ্যে পরের ধাপের জন্য যোগ্যতা অর্জন করে ফেলতাম।"