আগামী কয়েক বছরেও জার্মানিতে ফেরার পরিকল্পনা নেই সাবেক এই ফুটবলারের।
Published : 22 Oct 2024, 06:20 PM
রেয়াল মাদ্রিদের সঙ্গে এক দশকের সম্পর্ক চুকেবুকে গেছে কয়েক মাস হলো। কিন্তু এখনও স্পেনেই আছেন জার্মানির সাবেক ফুটবলার টনি ক্রুস। খুব শিগগিরই ঠিকানা বদলের কোনো ইচ্ছাও নেই বলে জানালেন তিনি।
২০১৪ বিশ্বকাপ জয়ের কয়েক দিন পর রেয়ালে যোগ দিয়ে দলটির হয়ে গত ১০ বছরে পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ ও চারটি লা লিগাসহ আরও অনেক শিরোপা জেতেন ক্রুস। গত মৌসুমে শেষ হয় তার সাফল্যেভরা রেয়াল-পর্ব। এরপর জুন-জুলাইয়ের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ খেলে, ৩৪ বছর বয়সেই পেশাদার ফুটবল থেকে বিদায় নেন এই জার্মান।
সম্প্রতি জার্মান একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ক্রুস তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কিছুটা আভাস দেন। সেখানে শিগগিরই তার স্বদেশে ফেরার ইচ্ছা নেই বলেই জানান।
“আমার মনে একজন জার্মানের মতোই অনুভূতি হয়। কিন্তু আমি এমন এক জার্মান, যে অনেক দিন হলো স্পেনে খুব সুখে আছে এবং আগামীতেও থাকব। জার্মানিতে ফিরলে আমার ক্ষেত্রে এমন কী হবে? কিছু বিষয় আছে, হয়তো তা হবে না। উদাহরণস্বরূপ, আবহাওয়ার উন্নতি হতে হবে আর সেটা কঠিন।”
“দিনশেষে, পুরো ব্যাপারটা তো আসলে পরিবারের সবার। কেবল আমিই সিদ্ধান্ত নেই না। আমার স্ত্রী আছে, তিন সন্তান আছে।”
অবশ্য জার্মানিতে কখনোই যে ফিরবেন না, তা কিন্তু বলেননি সাবেক তারকা এই মিডফিল্ডার।
“আমার মনে হয়, জার্মানিতেও আমরা স্বচ্ছন্দবোধ করব। কিন্তু এই মুহূর্তে কিছু বিষয় আছে, যে কারণে আমাদের স্পেন ছাড়া ঠিক হবে না। ছেলেমেয়েদের এখানেই সবকিছু; তাদের সবকিছু, তাদের বন্ধু-বান্ধব, স্কুল। আমার স্ত্রী ও আমিও এখানে স্বাচ্ছন্দ্যে আছি। বর্তমানে আমাদের অন্য কোথাও যাওয়ার কোনো কারণ নেই। আগামী কয়েক বছর অন্তত আমরা স্পেনেই থাকব।”