বাছাইপর্বে ৩২টি বিশ্ববিদ্যালয় সরাসরি এবং ৮টি বিশ্ববিদ্যালয় পর্যবেক্ষক হিসেবে অংশ নিচ্ছে
বেসরকারি এয়ারলাইন্স নভোএয়ার এর পৃষ্ঠপোষকতায় শুরু হয়েছে ৩৮তম জাতীয় জুডো প্রতিযোগিতা। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুক্রবার দুই দিনব্যাপী এই টুর্নামেন্টের উদ্বোধন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতাটির উদ্বোধন করেন নভোএয়ার এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মফিজুর রহমান। তার মতে, বিভিন্ন খেলাধুলার আয়োজন করে ভালো একটি জাতি গঠনে অবদান রাখছে নভোএয়ার।
সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার, বিকেএসপি, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন জেলা থেকে মোট ৩১ দলের ৩১০ খেলোয়াড় প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। পুরুষ বিভাগে ৭টি ও মহিলা বিভাগে ৭টি ওজন শ্রেণিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।