ইংলিশ ফুটবল
ম্যানচেস্টার সিটির কোচের মতে, অসুস্থ ইংলিশ মিডফিল্ডার এখনও ভালো অনুভব করছেন না।
Published : 02 Sep 2024, 04:08 PM
ফিল ফোডেনকে রেখেই নেশন্স লিগের আসছে ম্যাচের দল সাজিয়েছে ইংল্যান্ড। কিন্তু তাকে পাওয়া নিয়ে জেগেছে অনিশ্চয়তা। ইংলিশ মিডফিল্ডারের এই মুহূর্তে জাতীয় দলের হয়ে খেলার সম্ভাবনা দেখছেন না তার ক্লাব ম্যানচেস্টার সিটির কোচ পেপ গুয়ার্দিওলা।
অসুস্থতার কারণে অনেকদিন ধরেই মাঠের বাইরে ফোডেন। সিটির হয়ে চলতি মৌসুমে এখন পর্যন্ত স্রেফ একটি ম্যাচ খেলেছেন তিনি। দুই সপ্তাহ আগে চেলসির বিপক্ষে প্রিমিয়ার লিগে দলের প্রথম ম্যাচে বদলি হিসেবে নেমেছিলেন এই ফুটবলার।
নেশন্স লিগের গ্রুপ পর্বে আগামী শনিবার আয়ারল্যান্ডের মুখোমুখি হবে ইংল্যান্ড। তিন দিন পর তাদের প্রতিপক্ষ ফিনল্যান্ড। ম্যাচ দুটির জন্য ফোডেনকে দলে রেখেছেন ইংল্যান্ডের অন্তর্বর্তীকালীন কোচ লি কার্সলে।
বেশ কয়েকদিন ধরে খেলার বাইরে থাকা ফোডেন ইংল্যান্ডের হয়ে মাঠে নামবেন কিনা, এমন প্রশ্ন করা হয় গুয়ার্দিওলাকে। সিটি কোচ তুলে ধরেন তার ভাবনা।
“এই মুহূর্তে আমার মনে হচ্ছে না (ইংল্যান্ড দলে সে যোগ দিতে পারবে)। আমার মনে হয়, সে যাবে না, তবে আমি জানি না। সে ভালো অনুভব করছে না। তবে জাতীয় দলের বিষয়, তারা সিদ্ধান্ত নেবে।”
ইংল্যান্ডের হয়ে এখন পর্যন্ত ৪১ ম্যাচ খেলেছেন ফোডেন। ২৪ বছর বয়সী এই ফুটবলার সবশেষ ইউরোতে জাতীয় দলের সবগুলো ম্যাচেই শুরুর একাদশে ছিলেন। জার্মানিতে অনুষ্ঠিত আসরের ফাইনালে স্পেনের বিপক্ষে ২-১ গোলে হেরে স্বপ্ন ভাঙে ইংলিশদের।