সমর্থকদের ক্ষোভের মাঝে ঐক্যের ডাক টেন হাগের

লিভারপুল ম্যাচের আগে ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকপক্ষের বিরুদ্ধে প্রতিবাদের পরিকল্পনা করেছে ক্লাবটির কিছু সমর্থক।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 August 2022, 05:43 PM
Updated : 19 August 2022, 05:43 PM

প্রিয় দলের পারফরম্যান্স দিনকে দিন যাচ্ছে তলানির দিকে। স্বাভাবিকভাবে হতাশ ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থকরা। লিভারপুলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ক্লাবের মালিকপক্ষের বিরুদ্ধে প্রতিবাদের পরিকল্পনা করেছে কিছু সমর্থক। তবে কঠিন সময়ে তাদের কাছ থেকে আরও বেশি সমর্থন চাইলেন কোচ এরিক টেন হাগ।

মালিকপক্ষ নিয়ে ইউনাইটেড সমর্থকদের অসন্তুষ্টি নতুন কিছু নয়। ২০০৫ সালে যুক্তরাষ্ট্রের গ্লেজার্স পরিবার ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটির নিয়ন্ত্রণ নিয়ে নেওয়ার পর তাদের বিরুদ্ধে অনেকবারই প্রতিবাদ করতে দেখা গেছে সমর্থকদের।

ষষ্ঠ স্থানে থেকে গত প্রিমিয়ার লিগ শেষ করা ইউনাইটেড এবার হেরে গেছে প্রথম দুই ম্যাচেই। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান সবার নিচে।

আগামী সোমবার নিজেদের মাঠে লিভারপুলের মুখোমুখি হবে তারা। এই ম্যাচ সামনে রেখে শুক্রবার সংবাদ সম্মেলনে সমর্থকদের মাঝে ঐক্যের ডাক দিলেন এই মৌসুমে ইউনাইটেডের দায়িত্ব নেওয়া টেন হাগ।

“আমি স্রেফ বলতে পারি মালিকরা জিততে চায় এবং সমর্থকদের আমরা ক্লাবের পাশে চাই...আমাদের একসঙ্গে লড়াই করতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে।"

ইংল্যান্ডের শীর্ষ লিগে রেকর্ড ২০ শিরোপার সবশেষটি ইউনাইটেড জিতেছে সেই ২০১৩ সালে। চলতি আসরে প্রথম পয়েন্ট পাওয়ার আশায় লিভারপুলের মুখোমুখি হবে তারা।

লিভারপুলেরও এবার শুরুটা ভালো হয়নি। প্রথম দুই ম্যাচেই ড্র করেছে ইয়ুর্গেন ক্লপের দল। অ্যানফিল্ডের দলটির বিপক্ষে যেকোনো মূল্যে জয় চান টেন হাগ।

"আমি প্রতিপক্ষদের সম্পর্কে জানি, আমরা প্রতিদ্বন্দ্বী। আমাদের প্রতিটি ম্যাচ, বিশেষ করে এই ম্যাচটি জিততে হবে।”