ইউরোপা লিগ
লিওঁর ডিফেন্ডার সায়েল কুম্বেদি লাল কার্ড দেখা থেকে দুই দফায় বেঁচে গেছেন বলে মনে করেন ফেনেরবাচের কোচ মরিনিয়ো।
Published : 24 Jan 2025, 06:52 PM
ইউরোপা লিগে লিওঁর সঙ্গে ড্রয়ের পর ভিডিও অ্যাসিসটেন্ট রেফারি (ভিএআর) পাওলো মাজ্জোলেনির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ফেনেরবাচের কোচ জোসে মরিনিয়ো। লিওঁর ডিফেন্ডার সায়েল কুম্বেদি দুই দফায় লাল কার্ড এড়াতে পেরে ‘ভাগ্যবান’ ছিলেন বলে মনে করেন তিনি।
ফেনেরবাচের মাঠে বৃহস্পতিবার রাতের ম্যাচটি গোলশূন্য ড্র হয়। ৩১তম মিনিটে স্বাগতিক মিডফিল্ডার সেবাস্টিয়ান শেমাইনস্কিকে ফাউল করার জন্য কুম্বেদিকে লাল কার্ড দেখানো উচিত ছিল বলে মনে করেন মরিনিয়ো। ভিএআর হস্তক্ষেপ না করায় তাকে শুধু হলুদ কার্ড দেখানো হয়।
“শেমাইনস্কিকে ফাউল করার জন্য কুম্বেদিকে শুধু একটি হলুদ কার্ড দিয়ে রেফারি ভুল করেছেন। রেফারি যখন ভুল করেন, তখন রেফারিকে সাহায্য করার জন্য ভিএআর থাকেন, কিন্তু তিনি রেফারিকে ডাকেননি, কারণ রেফারি যদি স্ক্রিনে দেখতেন তাহলে লাল কার্ড দিতেন। আর তিনি (ভিএআর) হলেন ইতালিতে খুব বিখ্যাত পাওলো মাজ্জোলেনি, যিনি রেফারিকে ডাকেননি। মাঠে রেফারির ভুল গ্রহণযোগ্য, ভিএআর কাজ করার জন্য আছেন, কিন্তু তিনি তা করেননি।”
প্রথমার্ধের শেষ দিকে ফেনেরবাচের ইরফান জান কাহভেজিকে ফাউল করার জন্য লিওঁর ডিফেন্ডার মুসা নিয়াকাতেকে যখন লাল কার্ড দেখান রেফারি সিমোনে সোৎসা, তখন অবশ্য ভিএআর ব্যবহার করা হয়েছিল। সোৎসার প্রাথমিক সিদ্ধান্ত বদলে শুধু একটি হলুদ কার্ড দেখানো হয় নিয়াকাতেকে।
“রেফারি যখন নিয়াকাতেকে লাল কার্ড দিয়েছিলেন, তখন মাজ্জোলেনি তার কাজটি ঠিকভাবে করার সিদ্ধান্ত নিয়েছেন, তিনি রেফারিকে ডেকেছেন। রেফারি মনিটরে দেখে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।”
দ্বিতীয়ার্ধে শেমাইনস্কিকে ফাউল করার জন্য কুম্বেদিকে দ্বিতীয় হলুদ কার্ড দেখানো উচিত ছিল বলে মনে করেন মরিনিয়ো, যেটা দেওয়া হয়নি। এরপর ৬৮তম তুলে নেওয়া হয় কুম্বেদিকে।
“শেমাইনস্কি যখন গোলের দিকে যাচ্ছিল, তখন ইউএফসি’র (মার্শাল আর্ট প্রতিযোগিতা) মতো তার ঘাড় ধরে রেখেছিল কুম্বেদি। এটা দ্বিতীয় হলুদ কার্ড হতো এবং একটি লাল কার্ড হওয়া উচিত ছিল, এত বড় ভুল! এই বিষয়ে কথা না বলে ম্যাচ নিয়ে কথা বলা অসম্ভব।”
গত নভেম্বরে তুরস্কের ঘরোয়া প্রতিযোগিতা সুপার লিগের ম্যাচের পর ভিএআরের সমালোচনা করায় এক ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন মরিনিয়ো। ভিএআরকে ‘ম্যান অব দা ম্যাচ’ ঘোষণা দেওয়া উচিত বলে মন্তব্য করেছিলেন চাঁচাছোলা কথা বলে প্রায়ই খবরের শিরোনাম হওয়া এই পর্তুগিজ কোচ।
ইউরোপা লিগে ৭ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ৩৬ দলের মধ্যে ২৩তম স্থানে আছে মরিনিয়োর ফেনেরবাচে। প্রথম পর্বে ম্যাচ বাকি আর একটি।
শীর্ষ আট দল সরাসরি যাবে শেষ ষোলোয়। নবম থেকে ২৪তম স্থানে থাকা দলগুলো দুই লেগের প্লে-অফ খেলবে শেষ ষোলোর বাকি আট দলের মধ্যে জায়গা করে নিতে।