দুজনই ছিটকে গেছেন ডেনমার্কের ইউরো বাছাইয়ের ম্যাচ থেকে।
Published : 14 Nov 2023, 06:07 PM
আরও লম্বা হলো ম্যানচেস্টার ইউনাইটেডের চোটের তালিকা। ভিন্ন ভিন্ন চোটের শিকার হয়ে এবার ছিটকে গেছেন মিডফিল্ডার ক্রিস্তিয়ান এরিকসেন ও স্ট্রাইকার গাসমুস হয়লুন।
ক্লাবের ওয়েবসাইটে এক বিবৃতিতে মঙ্গলবার বিষয়টি জানিয়েছে ইউনাইটেড। এরিকসেনকে মাঠের বাইরে থাকতে হবে এক মাস এবং হয়লুনকে দুই সপ্তাহের মতো।
প্রিমিয়ার লিগে গত শনিবার লুটন টাউনের বিপক্ষে ১-০ গোলে জয়ের ম্যাচের প্রথমার্ধে হাঁটুর চোট পেয়ে মাঠ ছাড়েন এরিকসেন। ধারণা করা হচ্ছে, ডিসেম্বরের মাঝামাঝি তিনি ফিরতে পারেন।
লুটনের বিপক্ষে ম্যাচে চোট পান হয়লুনও, হ্যামস্ট্রিংয়ের চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি। চলতি মাসের শেষের দিকে তার মাঠে ফেরার সম্ভাবনা আছে।
চোটের কারণে আগে থেকেই দলটির মাঠের বাইরে আছেন লিসান্দ্রো মার্তিনেস, লুক শ, জনি ইভান্স, তাইরেল মালাসিয়া ও কাসেমিরো।
একের পর এক খেলোয়াড়দের চোট ইউনাইটেড কোচ এরিক টেন হাগের জন্য অনেক বড় চিন্তার কারণ। আন্তর্জাতিক বিরতির পর সাত দিনে তাদের তিনটি ম্যাচ আছে; প্রিমিয়ার লিগে এভারটন ও নিউক্যাসল ইউনাইটেড ও চ্যাম্পিয়ন্স লিগে গালাতাসারাইয়ের বিপক্ষে।
ইংল্যান্ডের শীর্ষ লিগে ১২ ম্যাচে ৭ জয়ে ২১ পয়েন্ট নিয়ে ছয় নম্বর স্থানে আছে ইউনাইটেড।
এরিকসেন ও হয়লুনের চোট ডেনমার্ক জাতীয় দলের জন্য বেশ দুর্ভাবনার।
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ-২০২৪ এর বাছাইয়ে স্লোভেনিয়া ও নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে আসছে দুই ম্যাচের জন্য ডেনমার্কের দলে ছিলেন এরিকসেন ও হয়লুন। পরে তাদের নাম প্রত্যাহার করা হয়েছে।