আদালতে সাক্ষ্য দিয়ে রেয়াল মাদ্রিদ কোচ দাবি করলেন, তার কর সংক্রান্ত বিষয়গুলো ছিল বৈধ, কখনও জালিয়াতি করার কথা তিনি ভাবেননি।
Published : 02 Apr 2025, 06:45 PM
রেয়াল সোসিয়েদাদের বিপক্ষে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে জিতে কোপা দেল রের ফাইনালে ওঠার পরদিন সকালে আদালতে দৌড়াতে হলো কার্লো আনচেলত্তিকে। কর ফাঁকির অভিযোগের মামলায় স্প্যানিশ আদালতে সাক্ষ্য দিয়ে রেয়াল মাদ্রিদ কোচ দাবি করলেন, তার কর সংক্রান্ত বিষয়গুলো বৈধ ছিল বলেই মনে করেছিলেন তিনি। কখনও জালিয়াতি করার কথা তিনি ভাবেননি।
৬৫ বছর বয়সী আনচেলত্তির বিরুদ্ধে ওঠা অভিযোগের ঘটনাটি এক দশক আগের, যখন প্রথম দফায় রেয়ালের কোচ ছিলেন তিনি। ২০১৪ থেকে ২০১৫ পর্যন্ত আনচেলত্তি ইমেজ-স্বত্ব বাবদ ১০ লাখ ইউরোর বেশি আয়ের ওপর কর ফাঁকি দেন বলে অভিযোগ এনেছে স্পেনের কর কার্যালয়।
বিচারের প্রথম দিন বুধবার মাদ্রিদের প্রাদেশিক আদালতে প্রায় ৪০ মিনিট ধরে সাক্ষ্য দেন আনচেলত্তি। এই ইতালিয়ান কোচের দাবি, রেয়ালে যোগ দেওয়ার সময় কর বাদে তাকে ৬০ লাখ ইউরো বেতনের প্রস্তাব দেওয়া হয়েছিল এবং এটি কিভাবে ঠিক করা হয়েছিল, সেটা ক্লাব ও তার ব্রিটিশ উপদেষ্টার ওপর ছেড়ে দিয়েছিলেন তিনি।
“আমি ভেবেছিলাম এটি স্বাভাবিক, কারণ সেই সময়ে সকল খেলোয়াড় এবং আগের কোচ (একই কাজ করেছিলেন)। ”
কর ফাঁকির অভিযোগে গত বছরের মার্চে আনচেলত্তির ৪ বছর ৯ মাসের কারাদণ্ড ও ৩২ লাখ ইউরো জরিমানার আবেদন করেন স্পেনের সরকারি কৌঁসুলিরা।
অভিযোগ করা হয়, আনচেলত্তি শুধু ক্লাবের দেওয়া বেতনের কথা জানিয়েছেন এবং ট্যাক্স রিটার্নে তার ইমেজ-স্বত্ব থেকে আয় বাদ দিয়েছেন।
আনচেলত্তি গত সপ্তাহে সাংবাদিকদের বলেছিলেন, স্প্যানিশ বিচার ব্যবস্থার ওপর তার পূর্ণ আস্থা আছে এবং আদালতে সাক্ষ্য দেওয়ার জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
প্রথম দফায় ২০১৩ সালের গ্রীষ্মে রেয়ালের কোচের দায়িত্ব নেন আনচেলত্তি। ২০১৫ সালের মে মাসে বরখাস্ত করা হয় তাকে। চেলসি ও এসি মিলানের সাবেক এই কোচ আবার মাদ্রিদে ফেরেন ২০২১ সালের জুনে। দুই মেয়াদে তার কোচিংয়ে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ, দুটি লা লিগাসহ অনেক শিরোপা জিতেছে ইউরোপের সফলতম দলটি।
স্পেনে গত এক দশকে কর ফাঁকির অভিযোগে বেশ কয়েকজন খেলোয়াড় ও কোচের বিরুদ্ধে তদন্ত করেছে দেশটির কর কর্তৃপক্ষ। ক্রিস্তিয়ানো রোনালদো, লিওনেল মেসি ও স্পেনের দিয়েগো কস্তার মতো খেলোয়াড়রা আদালতের বাইরে মোটা অঙ্কের জরিমানা দিয়ে যেমন পার পেয়ে যান, তেমনি বায়ার লেভারকুজেন কোচ শাবি আলোন্সোর মতো অন্যরা আদালতে তাদের নির্দোষ প্রমাণ করার সিদ্ধান্ত নেন। আলোন্সো খালাস পাওয়ার পর ২০২৩ সালে সুপ্রিম কোর্ট তা বহাল রাখে।