ইংলিশ ফুটবল
ম্যানচেস্টার সিটি কোচকে স্তুতির জোয়ারে ভাসানোর পাশাপাশি ‘কিছু সময়ের জন্য’ স্প্যানিশ এই কোচকে বিরক্তিকরও বলেছেন ব্রাজিল গোলরক্ষক।
Published : 12 Oct 2024, 04:47 PM
পেপ গুয়ার্দিওলার ছোঁয়ায় বদলে গেছে ম্যানচেস্টার সিটি। একের পর এক লিগ শিরোপা জিতে চলেছে তারা। পেয়েছে অধরা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদও। ইংলিশ ক্লাবটির সাফল্যমণ্ডিত এই পথচলার অংশ হতে পেরে সম্মানিতবোধ করছেন এদেরসন। গুয়ার্দিওলাকে স্তুতির জোয়ারে ভাসানোর পাশাপাশি কিছু সময়ের জন্য স্প্যানিশ এই কোচকে বিরক্তিকরও বলেছেন ব্রাজিল গোলরক্ষক।
বেনফিকা থেকে ২০১৭ সালে সিটিতে যোগ দেন এদেরসন। এখন পর্যন্ত দলটির হয়ে ছয়টি প্রিমিয়ার লিগ শিরোপা জেতার পাশাপাশি পেয়েছেন চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদও। সবমিলিয়ে সিটির হয়ে মোট ১৮টি শিরোপা জিতেছেন এদেরসন।
এখন ব্রাজিল দলের সঙ্গে আছেন এদেরসন। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে শুক্রবার চিলির বিপক্ষে ২-১ গোলে জেতা ম্যাচে খেলেছেন তিনি। ব্রাজিলে শিশু দিবসের একটি অনুষ্ঠানে অংশ নেওয়া এদেরসনকে একটি শিশু জিজ্ঞাসা করে, গুয়ার্দিওলা ভালো, বিরক্তিকর বা রাগান্বিত কিনা? এরপরই কোচকে নিয়ে নিজের ভাবনা তুলে ধরেন এদেরসন।
“তুমি আমাকে বিপদে ফেলবে। তার মধ্যে তিনটি বৈশিষ্ট্যই আছে… তিনি দারুণ একজন মানুষ, তার দাবির কারণে মাঝেমধ্যে বিরক্তিকরও, কারণ তাকে পেশাদার খেলোয়াড়দের কাছে নানা দাবি করতে হয়। যখন রাগ দেখানোর প্রয়োজন সেখানে তিনি সেটা করেন।”
২০১৬ সালের গ্রীষ্মে সিটিতে যোগ দেন গুয়ার্দিওলা। এরপর থেকে পাঁচবার প্রিমিয়ার লিগের সেরা কোচ নির্বাচিত হয়েছেন তিনি। তার কোচিংয়ে সবশেষ সাত প্রিমিয়ার লিগের ছয়টিতেই শিরোপা জিতেছে সিটি।
এই সময়ে ইতিহাসের একমাত্র ইংলিশ ক্লাব হিসেবে এক পঞ্জিকাবর্ষে পাঁচটি শিরোপা জেতে সিটি-চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ, এফএ কাপ, সুপার কাপ, ক্লাব বিশ্বকাপ।
সিটিতে আসার আগে বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখেও সাফল্যে ভরা সময় কাটান গুয়ার্দিওলা। তবে এদেরসন মনে করছেন, প্রিমিয়ার লিগে খেলার ধরনই বদলে দিয়েছেন স্প্যানিশ এই কোচ।
“আমি এই দলে বড় একটি ভূমিকা পালন করতে পেরেছি।… এখানকার প্রিমিয়ার লিগের প্রতিটি ম্যাচের দিকে তাকালে দেখা যায়, দলগুলো কীভাবে আরও ভালো ফুটবল খেলার চেষ্টা করে, আরও বেশি বল দখলে রাখতে চায়, যখন তিনি এসেছিলেন তখনকার তুলনায় এটা (প্রিমিয়ার লিগ) সম্পূর্ণ আলাদা।”
“তাই এই দলের অংশ হতে পেরে এবং এতকিছু অর্জন করতে পেরে আমি খুব সম্মানিত বোধ করছি। এটা সত্যি শৈশবের একটি স্বপ্ন।”