স্প্যানিশ ফুটবল
রেয়াল সোসিয়েদাদের তিনটি শট ক্রসবার আর পোস্টে লাগার পর পেনাল্টি থেকে ব্যবধান গড়ে দিলেন ভিনিসিউস জুনিয়র ও কিলিয়ান এমবাপে।
Published : 15 Sep 2024, 02:58 AM
নিজেদের আঙিনায় রেয়াল মাদ্রিদকে কঠিন চ্যালেঞ্জ জানাল রেয়াল সোসিয়েদাদ। শুধু গোলটিই পেল না তারা। দলটির সামনে তিনবার বাঁধ সাধল ক্রসবার আর পোস্ট। কোনোমতে জিতে লিগ টেবিলে ফের দুই নম্বরে উঠল রেয়াল মাদ্রিদ।
সোসিয়েদাদের মাঠে শনিবার রাতে লা লিগার ম্যাচটি ২-০ গোলে জিতেছে কার্লো আনচেলত্তির দল।
দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল দুটি করেন দুই তারকা ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়র ও কিলিয়ান এমবাপে।
শুরুতেই রেয়াল মাদ্রিদের রক্ষণে ভীতি ছড়ায় সোসিয়েদাদ। দ্বিতীয় মিনিটে সের্হিও গোমেসের ফ্রি-কিক ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক থিবো কোর্তোয়া।
গুছিয়ে উঠতে একটু সময় নেওয়া রেয়াল মাদ্রিদ প্রথম উল্লেখযোগ্য সুযোগ পায় অষ্টাদশ মিনিটে। ব্রাহিম দিয়াসের পাস ধরে ডান দিক দিয়ে বক্সে ঢুকে পড়েন এমবাপে, একজনকে কাটিয়ে ফরাসি তারকার নেওয়া শট ঠেকান গোলরক্ষক আলেক্স রেমিরো।
২৫তম মিনিটে এগিয়ে যেতে পারতো সোসিয়েদাদ। কিন্তু বক্সের বাইরে থেকে লুকা সুসিকের বাঁ পায়ের শট পোস্টে লেগে ফিরে আসে।
চার মিনিট পর আরেকটি সুযোগ পায় রেয়াল মাদ্রিদ। বাঁ দিক থেকে লুকা মদ্রিচের ফ্রি-কিকে বক্সে জার্মান ডিফেন্ডার আন্টোনিও রুডিগারের হেড ফিরিয়ে দেন রেমিরো।
৩৬তম মিনিটে আবারও দুর্ভাগ্য বাঁধ সাধে সোসিয়েদাদের সামনে। বক্সে ঢুকে পেনাল্টি স্পটের কাছ থেকে দলটির ফরোয়ার্ড শেরালদো বেকারের বাঁ পায়ের শট ক্রসবারে লাগে।
দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটে ফের ভাগ্যের জোরে বেঁচে যায় রেয়াল মাদ্রিদ। সুসিকের বাঁ পায়ের আরেকটি শট পোস্টে লাগে।
৫৭তম মিনিটে আর্দা গিলেরের জোরাল শট বক্সে সোসিয়েদাদের ডিফেন্ডার গোমেসের হাতে লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন সাম্প্রতিক সময়ে পড়তি ফর্মের কারণে কিছুটা সমালোচনার মুখে থাকা ভিনিসিউস।
চলতি মৌসুমে রেয়ালের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৬ ম্যাচে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের গোল হলো ২টি, দুটিই পেনাল্টি থেকে।
৬৯তম মিনিটে সমতায় ফেরার সুযোগ পায় সোসিয়েদাদ। ফ্রি-কিকের পর বক্সে নায়েফ আগুর্দের হেডে বল ক্রসবারের ওপর দিয়ে পাঠান কোর্তোয়া।
৭৫তম মিনিটে স্পট-কিকে ব্যবধান দ্বিগুণ করে সফরকারীদের জয়ের পথে এগিয়ে নেন এমবাপে। বক্সে ভিনিসিউস ফাউলের শিকার হলে ভিএআরে মনিটরে রিপ্লে দেখে পেনাল্টি দিয়েছিলেন রেফারি।
লা লিগায় প্রথম তিন ম্যাচে গোলহীন থাকার পর দুই ম্যাচে মোট তিন গোল করলেন এমবাপে।
নির্ধারিত সময়ের শেষ মিনিটে এমবাপেকে তুলে তরুণ ব্রাজিলিয়ান এন্দ্রিককে নামান আনচেলত্তি। যোগ করা সময়ে মদ্রিচের একটি শট গোলরক্ষক রেমিরো ফিরিয়ে দিলে ব্যবধান বাড়েনি।
৫ ম্যাচে ৩ জয় ও ২ ড্রয়ে শিরোপাধারীদের পয়েন্ট হলো ১১। সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে তিনে ভিয়ারেয়াল।
৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা।
৫ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে আছে সোসিয়েদাদ।