ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখালেন ইতালি কোচ লুসিয়ানো স্পালেত্তি।
Published : 25 Jun 2024, 10:02 PM
বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের এবারের আসরে ইতালি স্বরূপে ফেরেনি এখনও। ক্রোয়েশিয়ার বিপক্ষে খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে পাওয়া ড্রয়ে নকআউট পর্বে উঠেছে দলটি। কোচ লুসিয়ানো স্পালেত্তির ৩-৫-২ ফরমেশন নিয়ে তাই প্রশ্ন উঠল সংবাদ সম্মেলনে। মেজাজ ধরে রাখতে না পেরে প্রশ্নকারী ওই সাংবাদিকের বয়স কত, জানতে চাইলেন ইতালি কোচ!
লাইপজিগে গত সোমবার রাতে ‘বি’ গ্রুপের শেষ রাউন্ডে ক্রোয়েশিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করে ইতালি। এই ড্রয়ের সুবাদে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে শেষ ষোলোয় উঠেছে তারা।
হারের পথে থাকা দলকে একেবারে শেষ সময়ে সমতায় ফেরান মাত্তিয়া জাকাগনি। ইতালিয়ান দৈনিক লা গাজ্জেত্তা এই ড্রয়ের পর শিরোনাম করেছে ‘ইতালিয়ান মিরাকল’ লিখে।
দলের পারফরম্যান্স নিয়ে হতাশা আড়াল করেননি স্পালোত্তিও। তবে সংবাদ সম্মেলনে খেলোয়াড়দের চাওয়ার কারণেই ৩-৫-২ ফরমেশন কিনা, এমন প্রশ্নে মেজাজ হারান তিনি।
“আমার মতে, বিষয়টা এরকমই, যেমনটা আপনি বললেন। (আপনার বয়স কত?) ৫১ বছর, আচ্ছা, তাহলে আপনি আমার মতো ৬৫ বছর বয়সী হওয়া থেকে এখনও ১৪ বছর দূরে।”
“আমি খেলোয়াড়দের সাথে আলোচনা করি, তাদের কথা শোনা এবং তাদের চোখ দিয়ে বিষয়গুলো দেখার প্রয়োজন বোধ করি। তাই, তাদের সঙ্গে কথা বলি, এখানে সমস্যা কী?”
ঘরের আলাপ বাইরে আসায় উষ্মা জানান স্পালেত্তি। যারা বিষয়গুলো বাইরে এনেছে, তাদেরকে ধুয়ে দেন তিনি।
“বিষয়গুলো দুই রকম- প্রকাশ্য আর অভ্যন্তরীণ। নির্দিষ্ট অভ্যন্তরণী বিষয়ে যখন কেউ বাইরে কথা বলে, তারা জাতীয় দলের ক্ষতি করে…খেলোয়াড়দের সঙ্গে কথা বলাটা খুব স্বাভাবিক বিষয়।”
ক্রোয়েশিয়ার বিপক্ষে হারলে ইতালির নকআউট পর্বে ওঠা নিয়ে তৈরি হতো অনিশ্চয়তা। ছিটকে যেতে পারত আজ্জুরিরা। স্পালেত্তি এ নিয়েও কথা বলতে গিয়ে ক্ষোভ উগরে দিলেন।
“এটা কেমন ধরনের প্রশ্ন, যদি আমরা ছিটকে যেতাম? আমি কী ভীতু? আমি কি নিয়ে ভীত হব? (যদি ভীত হতাম), তাহলে আমি আপনাদের মতোই এখানে আসতাম এবং ম্যাচগুলো দেখতাম।”
“আমি অন্য চাকরি করতাম। আমি অনেক মানুষকে জানি, যারা আমাকে ফ্রি টিকেট দিত। চাপ এবং সেই সঙ্গে দায়িত্ব থাকবে, স্বাভাবিক, কিন্তু আমরা খেলার জন্যই মাঠে নামি।”
শেষ ষোলোয় সুইজারল্যান্ডের বিপক্ষে খেলবে ইতালি; আগামী শনিবার বার্লিনে।