ইংলিশ ফুটবল
দুই অর্ধের দুই গোলে ব্রেন্টফোর্ডকে হারাল আর্না স্লটের দল।
Published : 25 Aug 2024, 11:28 PM
শুরুতে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝড় তুলল লিভারপুল। দাপুটে পারফরম্যান্সে ব্রেন্টফোর্ডকে সহজে হারিয়ে, টানা দ্বিতীয় জয় তুলে নিল আর্না স্লটের দল।
অ্যানফিল্ডে রোববার প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-০ গোলে জিতেছে লিভারপুল। লুইস দিয়াস দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান মোহামেদ সালাহ।
দুর্দান্ত এক প্রতি-আক্রমণে ম্যাচের ত্রয়োদশ মিনিটে এগিয়ে যায় লিভারপুল। প্রতিপক্ষের কর্নার রুখে দিয়ে দ্রুত বল পায়ে এগিয়ে যান দিয়োগো জটা, মাঝমাঠের কাছ থেকে তিনি খুঁজে নেন লুইস দিয়াসকে। আর ডি-বক্সে ঢুকে বাঁ পায়ের শটে ঠিকানা খুঁজে নেন কলম্বিয়ার এই ফরোয়ার্ড।
বিরতির পর খেলা শুরু হতেই ব্যবধান দ্বিগুণের সুবর্ণ সুযোগ পায় লিভারপুল। ৪৭তম মিনিটে জটার অ্যাক্রোবেটিক ভলিতে দূরের পোস্টে ফাঁকায় বল পান অ্যান্ডি রবার্টসন, তার হেড কোনোমতে বুক দিয়ে আটকান গোলরক্ষক।
বল দখলে অনেক পিছিয়ে থাকলেও, আক্রমণে চেষ্টা করতে থাকে ব্রেন্টফোর্ড। ৫৬তম মিনিটে ভালো একটা সুযোগও তৈরি করে তারা; কিন্তু দারুণ পজিশন থেকে গোলরক্ষক বরাবর হেড করেন নাথান কলিন্স।
চাপ ধরে রেখে একের পর এক আক্রমণ করতে থাকে লিভারপুল। ৬৪তম মিনিটে আবারও গোলরক্ষকের নৈপুণ্যে দ্বিতীয় গোল হজম করা থেকে বেঁচে যায় তারা। দিয়াসের পোস্ট ঘেঁষে নেওয়া শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে আটকান মার্ক ফ্লেকেন।
প্রতিপক্ষের ছোট এক ভুলের সুযোগে ৭০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে লিভারপুল। দিয়াসের পাস পেয়ে বক্সে ঢুকে আগুয়ান গোলরক্ষকের ওপর দিয়ে জালে পাঠান সালাহ। ব্রেন্টফোর্ডের বিপক্ষে তার গোল হলো ৬টি।
গত সপ্তাহে ইপ্চউইচ টাউনের বিপক্ষে ২-০ গোলে জিতে আসর শুরুর ম্যাচেও দলের দ্বিতীয় গোলটি করেছিলেন মিশরের এই ফরোয়ার্ড।
লিগে দুই রাউন্ড শেষে লিভারপুলের পয়েন্ট ৬। সমান দুটি করে ম্যাচ জিতেছে ম্যানচেস্টার সিটি, ব্রাইটন ও আর্সেনাল।