আর্জেন্টাইন ফুটবল
নিজের এই কাণ্ডের জন্য ভুল বুঝতে পেরে পরে ক্ষমা চেয়েছেন বোকা জুনিয়র্সের অভিজ্ঞ এই গোলরক্ষক।
Published : 24 Sep 2024, 05:17 PM
ম্যাচ হারের পর দর্শকদের প্রবল সমালোচনার মুখে মেজাজ হারিয়ে ফেলেন সের্হিও রোমেরো। গ্যালারিতে ছুটে গিয়ে জড়িয়ে পড়েন তর্কে। এমন কাণ্ড ঘটিয়ে আর কী রক্ষা হয়! আর্জেন্টাইন এই গোলরক্ষককে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে তার ক্লাব বোকা জুনিয়র্স।
আর্জেন্টাইন প্রিমিয়ার ডিভিশনে স্থানীয় সময় শনিবার রিভার প্লেটের বিপক্ষে ১-০ গোলে হেরে যায় বোকা জুনিয়র্স। ৯টি হলুদ কার্ড ও ১টি লাল কার্ডের ঘটনাবহুল ম্যাচে নিজ দলের সমর্থকদের ক্ষোভের মুখে পড়ে দলটি।
এতে শান্ত থাকতে পারেননি রোমেরো। শেষের বাঁশি বাজার পর গ্যালারিতে ছুটে গিয়ে নির্দিষ্ট এক দর্শকের সঙ্গে তর্কে জড়ান তিনি, যিনি ‘বাজে মন্তব্য’ করেছিলেন বলে দাবি রোমেরোর। পরে আরও বোকা জুনিয়র্স সমর্থক যোগ দেন।
নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চান সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড গোলরক্ষক; কিন্তু শাস্তি এড়াতে পারেননি। বোকা জুনিয়র্স এক বিবৃতিতে রোমেরোর শাস্তির বিষয়টি নিশ্চিত করেছে।
“সিদ্ধান্ত হয়েছে যে, আমাদের খেলোয়াড় সের্হিও রোমেরোকে দলের পরের দুটি ম্যাচের (ক্লাব আতলেতিকো বেলগ্রানো ও আর্জেন্টিনোস জুনিয়র্সের বিপক্ষে) স্কোয়াডে নেওয়া হবে না।”
বিবৃতিতে আরও বলা হয়েছে, ওই ঘটনায় জড়িত তিনজন সমর্থককেও চিহ্নিত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
৩৭ বছর বয়সী রোমেরোকে আরও শাস্তি হিসেবে জরিমানাও গুনতে হবে। সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে বার্তা দিয়েছেন তিনি।
“ম্যাচ শেষে ঘটে যাওয়া ঘটনার জন্য আমি বোকার সমর্থকদের কাছে ক্ষমাপ্রার্থী। ওই মানুষটি আমাকে গালি দিচ্ছিল, তাতে আমি মেজাজ হারিয়ে ফেলি। আমাদের কেউ হারার জন্য মাঠে যায় না, তারা (সমর্থকরা) যতটা জিততে চায়, আমরাও তাই চাই। এবার সেটা হয়নি। ওই মুহূর্তে আমি ঠিকভাবে ভাবতে পারিনি, মেজাজ হারিয়ে বসি।”
“বোকার সমর্থকদের কাছে আমি ক্ষমা চাই। আমি ভুল করেছি। ঘটনাটা আমার এড়িয়ে যেতে হতো এবং চলে যেতে হতো। তাদের নিজেদের অনুভূতি প্রকাশের অধিকার আছে।”
ম্যাচের ২০তম মিনিটে একমাত্র গোলটি করেন রিভারের মানুয়েল লান্সিনি। শেষদিকে ক্রিস্তিয়ান লেমা লাল কার্ড দেখলে ১০ জনের দল নিয়ে মাঠ ছাড়ে বোকা।