এশিয়ান কাপ বাছাই
২০১৯ সালে সল্টলেকে ভারতের জালে গোল করা সাদউদ্দিন এবারের সফরের, বিশেষ করে প্রস্তুতির সময়, সুযোগসুবিধাদি নিয়ে উষ্মা প্রকাশ করলেন।
Published : 22 Mar 2025, 10:32 PM
দুপুরের পর টিম মিটিং সেরে সবাই তৈরি ট্রেনিং গ্রাউন্ডে যাওয়ার জন্য। এরই মধ্যে কোচ জানালেন, প্রস্তুতি সাড়ে পাঁচটায় নয়, সাড়ে সাতটায়। গণমাধ্যম কর্মীদের নিয়ে বাফুফের খোলা হোয়াটসঅ্যাপ গ্রুপেও জামাল-হামজাদের অনুশীলনের সময় বদল নিয়ে দফায় দফায় বার্তা এলো। এবারের ভারত সফরে এসে এ ধরনের সমস্যার মুখোমুখি হওয়া নিয়ে সাদউদ্দিন হতাশা আড়াল করলেন না। বললেন, এগুলো তাদের জন্য বিরক্তিকর।
স্বাগতিকদের এই ‘মাইন্ডগেমে’ অবশ্য টলছে না বাংলাদেশের খেলোয়াড়দের মনোবল। এবার নানা প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে হবে, এমনটা ধরে নিয়েই দল শিলংয়ে পা রেখেছে বলে জানালেন সাদউদ্দিন।
“এটা আমাদের জন্য ডিস্টার্বিং। আমাদের আজ অনুশীলন করার কথা ছিল সাড়ে ৫টায়, সাড়ে ৪টার দিকে আমাদের মিটিং ছিল, সেটা করে আমরা বেরিয়ে পড়েছিলাম, তখন কোচ আমাদের বললেন, অনুশীলন সাড়ে ৭টায়। এতে আমাদের একটু সমস্যা হচ্ছে, কেননা, যে সময় আমাদের অনুশীলনে যাওয়ার কথা, সেটা আমরা যেতে পারছি না। তবে আমরা পেশাদার খেলোয়াড়, আমাদের এটার সাথে মানিয়ে নিতে হবে।”
“এতে মনোযোগ (ধরে রাখা কঠিন হচ্ছে না)…, যখনই আমরা অনুশীলন করি, মনোযোগ একই থাকে। টাইমিং একটা বিষয়, তবে অনুশীলনের প্রতি আমাদের ফোকাস সবসময় থাকে।”
যে মাঠে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচটি হবে, জওহরলাল নেহেরু স্টেডিয়ামে সেই ঘাসের মাঠে শনিবার অনুশীলন সেরেছে ভারত। এই মাঠের লাগোয় শিলং স্পোর্টস অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের টার্ফে নিজেদের অনুশীলন করতে হচ্ছে বলে উষ্মা জানালেন সাদউদ্দিন।
“অবশ্যই এটা আমাদের জন্য ভালো নয়। ঘাসের মাঠে ট্রেনিং করতে পারলে ভালো হতো। আমরা এরকম সমস্যার মুখোমুখি এখানে এসে হব, এমন মানসিকতা নিয়েই আমরা এসেছি, তাই এগুলো আমাদের জন্য সমস্যা না।”
“প্রস্তুতি আমাদের অনেক ভালো এবং সেটা এখান থেকে না, যখন আমরা সৌদি আরবে অনুশীলন শুরু করেছি, তখন থেকে। গতকাল এখানে আমরা একটু অনুশীলন করেছি। আবহাওয়া একটু ঠাণ্ডা আছে। সৌদিতেও আমরা এই আবহাওয়ার মধ্যেই ছিলাম। আমাদের জন্য এটা সমস্যা হচ্ছে না।”
২০১৯ সালে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে কলকাতার সল্টলেকে ভারতের বিপক্ষে গোল করেছিলেন সাদউদ্দিন। কিন্তু শেষ দিকে গোল হজম করে জয় হাতছাড়া হয়েছিল বাংলাদেশের। এবার জয় পেতে মুখিয়ে আছেন সাদউদ্দিন। এই প্রসঙ্গে বলতে গিয়েও কলকাতা আর শিলংয়ের প্রস্তুতির ফ্যাসিলিটজের তুলনা করলেন এই রাইট ব্যাক।
“২০১৯ সালে সবশেষ আমরা যখন বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে এসেছিলাম, তখন আমরা এরকম সমস্যার মুখোমুখি হইনি। ভালো অনুশীলন করেছি, প্রস্তুতির ফ্যাসিলিটিজ ভালো ছিল। কিন্তু এবার আমরা অনেক বাজে বিষয় ফেইস করছি।”
“ইনশাল্লাহ এবার হবে (বাংলাদেশ জিতবে), আমরা এবার সবাই জয়ের মানসিকতা নিয়ে এসেছি। সবাই দোয়া করবেন, ম্যাচটা যেন আমরা জিততে পারি।”