পর্তুগিজ এই ডিফেন্ডারকে কিনে নেওয়ার সুযোগও আছে বুন্ডেসলিগার ক্লাবটির সামনে।
Published : 31 Jan 2023, 05:58 PM
রক্ষণে শক্তি বাড়িয়েছে বায়ার্ন মিউনিখ। মৌসুমের বাকি সময়ের জন্য ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার জোয়াও কানসেলোকে ধারে দলে টেনেছে বুন্ডেসলিগার ক্লাবটি।
কানসেলোকে দলে ভেড়ানোর কথা মঙ্গলবার বিবৃতিতে জানায় বুন্ডেসলিগার রেকর্ড চ্যাম্পিয়নরা। পর্তুগালের এই ডিফেন্ডারকে কিনে নেওয়ার সুযোগ রেখে চুক্তি করেছে বায়ার্ন।
চলতি মৌসুমের প্রিমিয়ার লিগে ১৬টি ম্যাচে সিটির শুরুর একাদশে ছিলেন কানসেলো। তবে এ মাসের শুরুতে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে হারার পর থেকে দলে সুযোগ পাচ্ছেন না তিনি। সবশেষ তিন ম্যাচে খেলেননি ২৮ বছর বয়সী এই ফুটবলার।
বিশ্বকাপ বিরতির পর ১০ ম্যাচের মধ্যে কেবল তিনটিতে কানসেলোকে শুরুর একাদশে রাখে সিটি। তার পজিশনে মূলত ২৭ বছর বয়সী ডাচ ডিফেন্ডার নাথান আকে দলটির প্রথম পছন্দ হয়ে উঠেছে। এছাড়া ১৮ বছর বয়সী রাইট-ব্যাক রিকো লুইসকেও বিকল্প হিসেবে ব্যবহার করছেন পেপ গুয়ার্দিওলা।
২০১৯ সালে সিটিতে যোগ দেওয়ার পর অল্প সময়ে দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন কানসেলো। ক্লাবটির হয়ে দুটি লিগ শিরোপা জয়ী এই ফুল-ব্যাক সবশেষ দুই মৌসুমের প্রিমিয়ার লিগের বর্ষসেরা দলেও জায়গা করে নেন।
নতুন দলে যোগ দিয়ে নতুন চ্যালেঞ্জ নিতে দারুণ রোমাঞ্চিত কানসেলো।
“বায়ার্ন একটি দুর্দান্ত ক্লাব, বিশ্বের সেরা দলগুলোর একটি। দলটির অসাধারণ সব খেলোয়াড়দের সঙ্গে খেলার সুযোগ পাওয়া আমার জন্য বিশাল অনুপ্রেরণা।”
“আমি জানি, এই ক্লাব, এই দল শিরোপার জন্য খেলে এবং প্রতি বছর শিরোপা জেতে। আমিও সাফল্যের জন্য ক্ষুধার্ত। বায়ার্নের জন্য আমার সেরাটা দেব।”
লিগ টেবিলে এখনও শীর্ষে থাকলেও বিশ্বকাপ বিরতির পর এখনও জয়ের মুখ দেখেনি বায়ার্ন। বুন্ডেসলিগায় সবশেষ তিন ম্যাচই ড্র করেছে তারা।
টানা বাজে পারফরম্যান্সে তাদের শীর্ষস্থানও পড়ে গেছে হুমকির মুখে; ১৮ ম্যাচে বায়ার্নের পয়েন্ট ৩৭। তাদের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে দুইয়ে ইউনিয়ন বার্লিন।