তুরস্কের দুই প্রবল প্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে রেফারি হিসেবে থাকবেন স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচ।
Published : 22 Feb 2025, 04:15 PM
চলতি মৌসুমে তুরস্কের সুপার লিগে রেফারিং নিয়ে অভিযোগ উঠেছে অনেকবার। বিতর্ক এড়াতে ডার্বি ম্যাচে বিদেশি রেফারির অনুরোধ করেছে গালাতাসারাই ও ফেনেরবাচে। তাদের চাওয়ায় সায় দিয়েছে টার্কিশ ফুটবল ফেডারেশন (টিএফএফ)।
তারা জানিয়েছে, গালাতাসারাই ও ফেনেরবাচের সোমবারের লড়াইয়ে রেফারি হিসেবে থাকবেন স্লোভেনিয়ার স্লাভকো ভিনচিচ।
৪৫ বছর বয়সী ভিনচিচ ইউরোপের অভিজ্ঞ রেফারিদের একজন। ২০২২ বিশ্বকাপ, ২০২০ ও ২০২৪ ইউরোতে ম্যাচ পরিচালনা করার অভিজ্ঞতা আছে তার। ২০১০ সাল থেকে ফিফার মনোনীত রেফারি তিনি।
স্লোভেনিয়ার শীর্ষ প্রতিযোগিতার পাশাপাশি বিভিন্ন দেশের লিগেও ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করেছেন ভিনচিচ। চ্যাম্পিয়ন্স লিগের সবশেষ আসরে রেয়াল মাদ্রিদ ও বরুশিয়া ডর্টমুন্ডের ফাইনালে রেফারি ছিলেন তিনি।
তুরস্কের রেফারিং নিয়ে বেশ কয়েকবারই সমালোচনা করেছেন ফেনেরবাচে কোচ জোসে মরিনিয়ো। তাদের পাশাপাশি অন্য আরও অনেক দলেরও অভিযোগ, লিগ টেবিলে শীর্ষে থাকা গালাতাসারাইয়ের পক্ষ নেন রেফারিরা।
গুরুত্বপূর্ণ ম্যাচটিতে শীর্ষ মানের বিদেশি রেফারিকে নিযুক্ত করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মরিনিয়ো।
সুপার লিগে ৬৩ পয়েন্ট নিয়ে সবার ওপরে গালাতাসারাই। তাদের চেয়ে ৬ পয়েন্ট কম দুইয়ে থাকা ফেনেরবাচের।