বিশ্বকাপ বাছাই
চারটি পরিবর্তন অনিবার্য, সঙ্গে বাড়তি দুটি পরিবর্তনের আভাস দিলেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র।
Published : 25 Mar 2025, 08:45 AM
দুটি পরিবর্তন ট্যাকটিক্যাল, ভান্দেরসনের জায়গায় আসবেন ওয়েজলি আর জোয়াও পেদ্রোর জায়গায় মাথেউস কুইয়া। এর বাইরে চোট ও কার্ডের খাড়ায় আরও চারটি পরিবর্তন অনিবার্য। সব মিলিয়ে আর্জেন্টিনার বিপক্ষে শুরুর একাদশে অন্তত ছয়টি পরিবর্তনের আভাস দিলেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র।
বাংলাদেশ সময় আগামী বুধবার সকালে বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার মুখোমুখি হবে ব্রাজিল। চোটের জন্য এই ম্যাচে থাকছেন না ডিফেন্ডার জেহসন ও গোলরক্ষক আলিসন। কার্ডের জন্য খেলা হবে না মিডফিল্ডার ব্রুনো গিমারাইস ও ডিফেন্ডার গাব্রিয়েল মাগালিয়াইসের।
এই চার জনের জায়গায় একাদশে চার জনকে আনতেই হবে ব্রাজিল কোচের। এর বাইরে দুটি পরিবর্তন আনার কথা সংবাদ সম্মলনে বললেন দরিভাল।
“আমাদের চারটি পরিবর্তন প্রয়োজন আর সেগুলো চিহ্নিত। এর বাইরেও আমরা দুটি পরবির্তন আনব। জোয়াওয়ের জায়গায় খেলবে মাথেউস কুইয়া। আর ভান্দেরসনের জায়গা নেবে ওয়েজলি। আর বাকি পরিবর্তনগুলো হবে আগের ম্যাচে তারা ছিটকে যাওয়ায়।”
আর্জেন্টিনার বিপক্ষে কুইয়া ও ওয়েজলির ভূমিকা কী হতে পারে, তার একটা ধারণা দিলেন ব্রাজিল কোচ। বললেন, কলম্বিয়া ম্যাচের চমৎকার পারফরম্যান্সেই শুরু একাদশে আসছেন তারা।
“আর্জেন্টিনা কী ফর্মেশনে খেলে, এর ওপরও অনেক কিছু নির্ভর করবে। আমরা সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত।”
“ভিনিসিউস জুনিয়রের পাশাপাশি আগের ম্যাচে মাথেউসও স্বাধীনভাবে খেলেছে। সে অ্যাটাকিং মিডফিল্ডার এবং দ্বিতীয় স্ট্রাইকার। আর ওয়েজলি উন্নতির প্রক্রিয়ায় আছে। আশা করি, ফ্লামেঙ্গোয় যেমন দেখিয়েছে জাতীয় দলেও সে সেই পর্যায়ে পৌঁছাতে পারবে… এই পজিশনে আর্জেন্টিনার নির্দিষ্ট কোনো খেলোয়াড় নেই।”
দলে অনেক পরিবর্তন নিয়ে খু্ব একটা ভাবছেন না দরিভাল। তিনি আশাবাদী, মনুমেন্তাল স্টেডিয়ামে দারুণ এক ম্যাচ খেলবে তার দল।
“সম্ভাব্য ছয় পরিবর্তন নিয়ে যে দল পাব আমি নিশ্চিত, সেটি দারুণ একটি দলের বিপক্ষে চমৎকার লড়াইয়ের জন্য প্রস্তুত থাকবে।”