স্প্যানিশ ফুটবল
১৭ বছর বয়সী ইয়ামালকে নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন বার্সেলোনা অধিনায়ক রাফিনিয়া।
Published : 15 Jan 2025, 10:33 PM
ক্লাব ও জাতীয় দলের জার্সিতে দারুণ পারফরম্যান্সে ১৭ বছর বয়সেই পাদপ্রদীপের আলোয় উঠে এসেছেন লামিনে ইয়ামাল। ছোট্ট ক্যারিয়ারে বার্সেলোনা ও স্পেনের হয়ে এরই মধ্যে বেশ কিছু রেকর্ড-কীর্তি গড়েছেন তিনি। তার ক্লাব সতীর্থ রাফিনিয়ার বিশ্বাস, ভবিষ্যতে অন্তত তিনবার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ব্যালন দ’র জিতবেন ইয়ামাল।
রাফিনিয়া ও ইয়ামাল, দুজনই এই মৌসুমে বার্সেলোনার হয়ে দারুণ ছন্দে আছেন। এই দুজনকে ২০২৫ সালের ব্যালন দ’র জয়ের লড়াইয়ে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। ২০২৪ সালের ব্যালন দ’র অনুষ্ঠানে বর্ষসেরা তরুণ ফুটবলারের পুরস্কার কোপা ট্রফি জেতেন ইয়ামাল। আর ব্যালন দ’রের লড়াইয়ে সেরা ত্রিশের মধ্যে তিনি হন অষ্টম। ভবিষ্যতে মর্যাদাপূর্ণ এই পুরস্কার জয়ের লক্ষ্যের কথাও ইতোমধ্যে বলেছেন স্প্যানিশ উইঙ্গার।
সম্প্রতি ইউটিউবার আদ্রি কনত্রেরাসকে দেওয়া সাক্ষাৎকারে ভবিষ্যতে ইয়ামালের ব্যালন দ’র জয়ের সম্ভাবনা নিয়ে রাফিনিয়া বলেন, “লামিনে (ইয়ামাল) বেশ কয়েকটি ব্যালন দ’র জিতবে... ধরা যাক তিনটি।”
নিজের ব্যালন দ’র জয়ের সম্ভাবনার প্রশ্নে অবশ্য অনেকটাই নির্লিপ্ত ২৮ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
“আমার লক্ষ্য প্রতিদিন নিজের উন্নতি করা। যদি তা হয়, তাহলে ঠিক আছে। তবে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দলীয় শিরোপা জয়।”
ইয়ামাল বা রাফিনিয়া যদি আগামী ব্যালন দ’র জিততে চান, তাহলে এই মৌসুমে বার্সেলোনার হয়ে আরও শিরোপা জিততে হবে তাদের। গত রোববার স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রেয়াল মাদ্রিদকে ৫-২ গোলে উড়িয়ে মৌসুমে প্রথম শিরোপার স্বাদ পায় তারা।
সাত বছর বয়সে বার্সেলোনার একাডেমিতে যোগ দেওয়া ইয়ামালের মূল দলে অভিষেক হয় ১৫ বছর বয়সে। এখন পর্যন্ত ক্লাবের হয়ে ৭০টির বেশি ম্যাচ খেলে ফেলেছেন তিনি। গত ইউরোতে স্পেনের শিরোপা জয়েও রেখেছেন বড় অবদান।
বিশ্ব ফুটবলে বর্তমানে সবচেয়ে উজ্জ্বল তরুণ প্রতিভাদের একজন তিনি। তার মাঝে লিওনেল মেসির ছায়া দেখেন অনেকে। তবে তাকে রেকর্ড আটবারের ব্যালন দ’র জয়ীর সঙ্গে তুলনা করার ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন রাফিনিয়া। তার মতে, তুলনা না করে এমনিতেই ইয়ামালের প্রশংসা করা উচিত।