আন্তর্জাতিক ফুটবল
হুট করেই রোমার এই ফরোয়ার্ডকে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের স্কোয়াডে যুক্ত করা হয়।
Published : 04 Sep 2024, 10:16 PM
বিশ্বকাপ বাছাইয়ে আসছে দুই ম্যাচের জন্য ঘোষিত আর্জেন্টিনা দলে শুরুতে ছিলেন না পাওলো দিবালা। পরে হঠাৎ করেই রোমার এই ফরোয়ার্ডকে দলে ডাকেন কোচ লিওনেল স্কালোনি। এই সিদ্ধান্তের কারণ জানালেন বিশ্বকাপ জয়ী কোচ। বললেন, যেকোনো সময় প্রয়োজন হতে পারে, এমন ভাবনা থেকে অভিজ্ঞ এই ফুটবলারকে দলে নেওয়া।
চিলি ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের জন্য গত ১৯ অগাস্ট ২৮ সদস্যের দল ঘোষণা করেন স্কালোনি। কোপা আমেরিকার ফাইনালে অ্যাঙ্কেলে পাওয়া চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় অধিনায়ক লিওনেল মেসিকে ছাড়াই দল দেন তিনি। এর এক সপ্তাহ পর আচমকা দিবালাকে দলে যুক্ত করার কথা জানানো হয়।
আর্জেন্টিনার কোপা আমেরিকা জয়ী দলে ছিলেন না দিবালা। গ্রীষ্মের দলবদলে রোমা ছেড়ে তার সৌদি আরবের ফুটবলে পাড়ি জমানোর গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। তবে সব গুঞ্জনের ইতি টেনে সেরি আর ক্লাবটিতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত জানান তিনি। এর তিন দিন পরই ৩০ বছর বয়সী এই তারকাকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করা হয়।
চিলির বিপক্ষে ম্যাচ সামনে রেখে বুধবার সংবাদ সম্মেলনে স্কালোনি বললেন, দলের কথা মাথায় রেখেই ডাকা হয়েছে দিবালাকে।
“পাওলোর জাতীয় দলে ডাক পাওয়ার সঙ্গে তার ইতালিতে থেকে যাওয়ার কোনো সম্পর্ক নেই। তারা (খেলোয়াড়রা) মাঠে যা করে, তার ভিত্তিতেই আমরা তাদের মূল্যায়ন করি। দলের কথা মাথায় রেখেই তাকে ডাকা হয়েছে, কারণ যেকোনো সময় তাকে প্রয়োজন হতে পারে। কিছু (নিয়মিত) খেলোয়াড় দলে নেই, সে এমন একজন খেলোয়াড়, যে আমাদের জন্য অবদান রাখতে পারে।”
কোপা আমেরিকা দিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান আর্জেন্টিনার অনেক সাফল্যের কারিগর আনহেল দি মারিয়া। চোটে মেসিও নেই দলে। এই দুজনের অনুপস্থিতিতে আক্রমণভাগে যে শূন্যতা তৈরি হয়েছে, দিবালাকে দিয়ে হয়তো তা কিছুটা পূরণের পরিকল্পনা করছেন স্কালোনি।
চোটের কারণে আগে ঘোষিত দল থেকে ছিটকে পড়েন ডিফেন্ডার নিকোলাস তাগলিয়াফিকো। তার বদলি হিসেবে গত সোমবার দলে নেওয়া হয় আরেক ডিফেন্ডার মার্কোস আকুনাকে।
ঘরের মাঠে বাংলাদেশ সময় আগামী শুক্রবার সকালে চিলির মুখোমুখি হবে আর্জেন্টিনা। চার দিন পর কলম্বিয়ার মাঠে খেলবে তিনবারের বিশ্বকাপ জয়ীরা।
২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ৬ ম্যাচে পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে ১০ দলের তালিকায় শীর্ষে আছে আর্জেন্টিনা। তাদের সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে কলম্বিয়া তিনে, ৫ পয়েন্ট নিয়ে চিলি আটে আছে।