জাতীয় আর্চারি
রিকার্ভ এককের সেমি-ফাইনালে মোহাম্মদ হাকিম আহমেদ রুবেলের কাছে হেরে গেছেন রোমান সানা।
Published : 08 Jun 2024, 08:12 PM
র্যাঙ্কিং রাউন্ডে তৃতীয় হলেও এলিমিনেশন রাউন্ডে দারুণ গতিতে ছুটছিলেন রোমান সানা। কিন্তু সেমি-ফাইনালে তিনি পেরে উঠলেন না মোহাম্মদ হাকিম আহমেদ রুবেলের বিপক্ষে। জাতীয় আর্চারি চ্যাম্পিয়নশিপের রিকার্ভ এককে চ্যাম্পিয়নের মুকুট হারিয়ে রোমান পেলেন ব্রোঞ্জ।
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে জাতীয় আর্চারি চ্যাম্পিয়নশিপে শনিবার রিকার্ভ এককের ব্রোঞ্জের লড়াইয়ে আব্দুল্লাহ আল রাফিকে ৬-০ সেট পয়েন্টে হারান রোমান। সেমি-ফাইনালে রুবেলের বিপক্ষে ৭-৩ ব্যবধানে হেরেছিলেন তিনি।
কিছুদিন আগেই জাতীয় দলকে আচমকা বিদায় বলে, ফেডারেশন কর্মকর্তাদের ধুয়ে দিয়ে আলোচনায় এসেছিলেন রোমান। এরপর জাতীয় দলে ফেরার ব্যাপারে ফেডারেশনকে চিঠি দিয়েছেন দেশের আর্চারির এই বড় তারকা। সে বিষয়টি অবশ্য পুরোপুরি সুরাহা হয়নি এখনও।
এরই মধ্যে বাংলাদেশ পুলিশের হয়ে জাতীয় আর্চারি চ্যাম্পিয়নশিপে অংশ নিলেন রোমান। কিন্তু পারলেন না রিকার্ভ এককের মুকুট ধরে রাখতে। এই ইভেন্টে সেরার লড়াইয়ের মঞ্চে উঠেছে রুবেল ও সাকিব মোল্লা।
মেয়েদের রিকার্ভ এককে মোসাম্মাৎ মনিসাকে ৬-২ ব্যবধানে হারিয়ে ব্রোঞ্জ পেয়েছেন সিমা আক্তার সিমু। এই ইভেন্টের ফাইনালে উঠেছেন জ্যোতি মনি চাকমা ও দিয়া সিদ্দিকী।