চুক্তি নবায়ন না করে ক্লাব ছেড়ে যাওয়ায় ফরাসি ডিফেন্ডারকে একহাত নিয়েছেন জার্মান গ্রেট লোথার মাথেউস।
Published : 30 Jul 2023, 05:13 PM
অনেক আশা নিয়ে, মোটা অঙ্কের অর্থ খরচ করে লুকা এরনঁদেজকে দলে টেনেছিল বায়ার্ন মিউনিখ। সেই প্রত্যাশা পূরণ হয়নি, তবে বারবার চোট পাওয়া ফরাসি ডিফেন্ডারকে ধরে রাখতে চেয়েছিল তারা। সেই চাওয়া ভেস্তে দিয়ে এরনঁদেজ যোগ দিয়েছেন পিএসজিতে। এতে বেশ চটেছেন বায়ার্ন মিউনিখ ও জার্মান গ্রেট লোথার মাথেউস।
২০১৯ সালে ৮ কোটি ইউরোর বিনিময়ে আতলেতিকো মাদ্রিদ থেকে বায়ার্নে নাম লেখান এরনঁদেজ। ক্লাবটির রক্ষণের ভবিষ্যৎ স্তম্ভ হিসেবে দেখা হচ্ছিল তাকে। তবে চার বছর পরই ঠিকানা পরিবর্তন করে প্যারিসের ক্লাবটিতে নাম লেখালেন ২৭ বছর বয়সী এই ফুটবলার।
বায়ার্নের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ১০৭টি ম্যাচ খেলেছেন এরনঁদেজ। চোটের কারণে গত মৌসুমে বুন্ডেসলিগায় তিনি খেলতে পারেন মোটে সাতটি ম্যাচ।
ফরাসি ডিফেন্ডারের খারাপ সময়ে বরাবরই পাশে ছিল বায়ার্ন। গত শনিবার বিল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে জার্মানির বিশ্বকাপজয়ী অধিনায়ক মাথেউস বলেন, এরপরও এরনঁদেজের এভাবে চলে যাওয়াটা ভালো লাগেনি তার।
“(লুকা) এরনঁদেজ কোনো কৃতজ্ঞতা দেখায়নি…মাঠে ও মাঠের বাইরে তার কঠিন চারটি বছর কেটেছে এবং সেই সময়ে বায়ার্ন তাকে ব্যক্তিগতভাবে সমর্থন দিয়েছে। সে যদি বায়ার্নকে এর প্রতিদান দিতে চাইত, তাহলে তার (বায়ার্নে) চুক্তি নবায়ন করা উচিত ছিল।”