দলে ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা ভেসলি ফোফানাও।
Published : 31 May 2023, 10:24 PM
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে আসছে দুই ম্যাচের ফ্রান্স দলে ফিরেছেন দুই ফরোয়ার্ড ক্রিস্তোফা এনকুনকু ও উসমান দেম্বেলে। ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা ডিফেন্ডার ভেসলি ফোফানাও।
জিব্রাল্টার ও গ্রিসের বিপক্ষে ম্যাচ দুটির জন্য বুধবার ২৩ সদস্যের দল ঘোষণা করেন ফ্রান্স কোচ দিদিয়ে দেশম। চোটের কারণে দলে নেই আর্সেনাল ডিফেন্ডার উইলিয়াম সালিবা, ইউভেন্তুস মিডফিল্ডার পল পগবা ও চেলসির এনগলো কঁতে।
দলে ফেরা এনকুনকু গত বিশ্বকাপে খেলতে পারেননি হাঁটুর চোটে। বেশ কয়েক মাস মাঠের বাইরে থাকতে হয় তাকে। ফিরে এসে সম্প্রতি দারুণ ছন্দে আছেন তিনি। বুন্ডেসলিগায় লাইপজিগের শেষ পাঁচ ম্যাচে তিনি গোল করেন ৪টি।
বার্সেলোনার দেম্বেলে হ্যামস্ট্রিংয়ের চোটে গত মার্চে ইউরো বাছাইয়ে আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে খেলতে পারেননি। ওই দুই ম্যাচ দিয়ে প্রথমবার জাতীয় দলে ডাক পেলেও পরে চোটের কারণে ছিটকে পড়েন ফোফানা।
বাছাইয়ে দুই ম্যাচে শতভাগ জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে আছে ফ্রান্স। আগামী ১৬ জুন জিব্রাল্টারের মাঠে ও ১৯ জুন ঘরের মাঠে গ্রিসের বিপক্ষে খেলবে কাতার বিশ্বকাপের রানার্সআপরা।