নারী ফুটবল
প্রথম ম্যাচের ছোট-ছোট ভুলগুলো শুধরে নিয়ে দ্বিতীয় ম্যাচে আরও ভালো খেলার আশাবাদ বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনের।
Published : 26 Jul 2024, 06:04 PM
ভুটানের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচ সামনে রেখে অধিনায়ক সাবিনা খাতুন এবং ফরোয়ার্ড সাগরিকার লক্ষ্য কিছুটা হলেও ভিন্ন! বাংলাদেশ অধিনায়কের চাওয়া প্রথম ম্যাচের ভুলগুলো শুধরে নিয়ে জয়ের ধারায় থাকা। আর জাতীয় দলের জার্সিতে অভিষেক হ্যাটট্রিকে রাঙানো সাগরিকা চান এবার আরও বেশি গোল দিতে।
ভুটানের চ্যাংলিমিথাং স্টেডিয়ামে শনিবার স্বাগতিকদের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রথম ম্যাচে পিছিয়ে পড়ার পর ৫-১ গোলের জয় তুলে নিয়েছিল মেয়েরা।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মাধ্যমে পাঠানো ভিডিও বার্তায় লক্ষ্যের কথা জানাতে গিয়ে সাবিনা টেনে আনেন প্রথম ম্যাচের প্রসঙ্গ। ওই ম্যাচে গোলরক্ষক রুপনা চাকমা ও ডিফেন্ডার শিউলি আজিমের ভুল বোঝাবুঝিতে গোল হজম করেছিল বাংলাদেশ।
২০২২ সালে প্রথম সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের পথে মেয়েরা ভুটানকে সেমি-ফাইনালে উড়িয়ে দিয়েছিল ৮-০ গোলে। তাদের বিপক্ষেই গত বুধবার প্রথম প্রীতি ম্যাচে বাংলাদেশ গোল হজম করে আগে। অধিনায়ক তাই ভুল-ত্রুটিগুলো শুধরে নেওয়ার প্রয়োজন দেখছেন।
“প্রথম ম্যাচ যদি দেখে থাকেন, ভুটান কিন্তু বেশ (ভালো)…সাফে আমরা যে ভুটানের বিপক্ষে খেলেছি, তার চেয়ে এই দল এখন তুলনামূলকভাবে ভালো জায়গায় আছে। তবে আমাদের মেয়েরা চেষ্টা করেছে তাদের স্বাভাবিক ফুটবলটা খেলার, ফলও (জয়) পেয়েছি। গত ম্যাচের যে ছোট ছোট ভুল-ত্রুটি ছিল, সেগুলো শুধরে নিয়ে পরের ম্যাচেও যেন দেশবাসীকে জয় উপহার দিতে পারি, সে লক্ষ্য নিয়েই মাঠে নামব।”
বয়সভিত্তিক পর্যায়ে আলো ছড়ানো সাগরিকার দুদিন আগের ওই ম্যাচ দিয়েই জাতীয় দলে অভিষেক হয়। উপলক্ষটা তিনি স্মরণীয় করে রাখেন দারুণ এক হ্যাটট্রিক উপহার দিয়ে। দ্বিতীয়ার্ধের শুরুতে সমতার স্বস্তি এনে দেওয়ার পর শেষ দিকে আরও দুই গোল করে নিশ্চিত করেন দলের বড় জয়। এবার আরও বেশি গোলের আনন্দে ডানা মেলতে চান তিনি।
“অভিষেকে হ্যাটট্রিক, অনেক ভালো অনুভূতি ছিল, যেটা কখনও ভাবিনি। কখনও ভাবিনি গোল করতে পারব, সেখানে হ্যাটট্রিক করেছি, অনেক ভালো অনুভূতি ছিল।”
“প্রথম ম্যাচে তো হ্যাটট্রিক করেছিই, সামনের ম্যাচে যেন আরও বেশি গোল দিয়ে বাংলাদেশকে আরও বড় ব্যবধানে জেতাতে পারি, এটাই লক্ষ্য।”
আগামী অক্টোবরে নেপালে অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপ। কাঠমান্ডুতে মুকুট ধরে রাখার মিশনে যাওয়ার প্রস্তুতি সারতেই ভুটানের বিপক্ষে এই ম্যাচগুলো খেলছে মেয়েরা।