নিজের অহংবোধ নিয়ে যেন শ্লেষ ভরা কণ্ঠে পাল্টা জবাব দিলেন ম্যানচেস্টার সিটির কোচ।
Published : 05 Nov 2022, 08:50 PM
খোঁচাটা দিয়েছিলেন জ্লাতান ইব্রাহিমোভিচ। পাল্টা জবাব দিলেন পেপ গুয়ার্দিওলাও। সুইডিশ ফরোয়ার্ডকে উপহাস করলেও ম্যানচেস্টার সিটি কোচ বললেন ইব্রাহিমোভিচের বই লেখা উচিত।
বার্সেলোনায় থাকাকালীন সময় থেকে দুজনের সম্পর্ক সাপে-নেউলে। মাঝে অবশ্য খোঁচাখুচি বন্ধ ছিল। কিন্তু সিটির জার্সিতে আলো ছড়ানো আর্লিং হলান্ডকে উদাহরণ টেনে দুদিন আগে গুয়ার্দিওলাকে এক হাত নেন ইব্রাহিমোভিচ। হলান্ডকে গুয়ার্দিওলা ‘বড় হতে দেবে না’ এমন কথাও বলেন সুইডিশ ফরোয়ার্ড।
“গুয়ার্দিওলা কি হলান্ডকে আরও শক্তিশালী করতে পারবে? এটা নির্ভর করবে গুয়ার্দিওলার অহংবোধের ওপর, যে সে তাকে নিজের চেয়ে বড় হতে দেবে কি-না। সে আমাকে বড় হতে দেয়নি, আমাকে (এবং অন্যদেরও)। শুধু আমি একাই নই, আরও অনেকেই।”
ফুলহ্যামের বিপক্ষে সিটির ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ওঠে ইব্রাহিমোভিচের মন্তব্যের প্রসঙ্গ। গুয়ার্দিওলাও উত্তর দেন তার মতো করে। যেখানে বিদ্রুপের উপস্থিতি স্পষ্ট।
“সে (ইব্রাহিমোভিচ) ঠিক বলেছে, পুরোপুরি সঠিক। এই ক্লাবে, এই দলে যেকোনো খেলোয়াড়ের পারফরম্যান্সের চেয়ে আমার অহংবোধ বড়। এমনকি যখন আর্লিং তিন গোল করে এবং সব আলো গিয়ে ওর উপর পড়ে, সেটাও আমি পছন্দ করি না। আমি ভীষণ ঈর্ষাপরায়ণ। সত্যি বলছি, আমি খুবই ঈর্ষাপরায়ণ।”
“তো আমি যেটা করি, আর্লিংকে বলি..‘দয়া করে এখন আর গোল দিও না, তাহলে (ব্রিটিশ পত্রিকা) দা সান ও ডেইলি মেইল আমাকে নিয়ে কিছুই লিখবে না। সে (ইব্রাহিমোভিচ) আমাকে ভালোভাবে জানে। তুমি নতুন একটা বই লিখতে পার। তুমি সঠিক, আমার অহংবোধ অনেক বেশি।”