পুরনো মন্তব্যের ক্ষোভ বোধহয় আলেক্স বায়েনাকে ঘুষি মেরে ঝাড়েন রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার।
Published : 10 Apr 2023, 03:37 PM
ভিয়ারিয়াল মিডফিল্ডার আলেক্স বায়েনাকে ঘুষি মেরে বিপাকে পড়তে যাচ্ছেন রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার ফেদে ভালভেরদে। আলোচিত ঘটনাটি নিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন বায়েনা।
সান্তিয়াগো বের্নাবেউয়ে গত শনিবার রাতে লা লিগার ম্যাচে ভিয়ারিয়ালের বিপক্ষে ৩-২ গোলে হারের পর ওই কাণ্ড ঘটান ভালভেরদে। পুরনো এক ঘটনার জেরে ম্যাচের পর বায়েনাকে আঘাত করেন ভালভেরদে।
গণমাধ্যমের খবর, ম্যাচের পর ভিয়ারিয়ালের টিম বাসের পাশে অপেক্ষায় ছিলেন ভালভেরদে। ফোন দেখতে দেখতে বাসের দিকে যাচ্ছিলেন বায়েনা। ওই সময়ই তাকে ঘুষি মেরে বসেন ভালভেরদে।
পরদিন শেষ বেলায় এক বিবৃতি দিয়ে ভিয়ারিয়াল নিশ্চিত করে পুলিশের কাছে অভিযোগ করার কথা। তবে ভালভেরদের নাম তারা উল্লেখ করেনি বিবৃতিতে।
“গত রাতে সান্তিয়াগো বের্নাবেউ স্টেডিয়ামে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচ শেষে টিম বাসের দিকে যাওয়ার সময় ভিয়ারিয়াল খেলোয়াড় আলেক্স বায়েনাকে আক্রমণ করা হয়েছে। এই পরিস্থিতিতে বায়েনা পুলিশের কাছে আক্রমণকারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত নিয়েছে।”
ভালভেরদে ও বায়েনার মধ্যে তিক্ততার সূত্রপাত বছরের শুরুতে। গত ১৯ জানুয়ারি কোপা দেল রের শেষ ষোলোয় মুখোমুখি হয়েছিল রিয়াল ও ভিয়ারিয়াল। রিয়ালের ৩-২ গোলে জয়ের সেই ম্যাচে ভালভেরদেকে উদ্দেশ্য করে বায়েনা বাজে মন্তব্য করেছিলেন বলে গণমাধ্যমে খবর আসে; অনুবাদ করলে ওই মন্তব্যের অর্থ দাঁড়ায় “এখন কাঁদো, কারণ তোমার সন্তান আর জন্মাবে না।”
ফেব্রুয়ারিতে জানা যায় বায়েনার এমন মন্তব্যের পেছনের কারণ। গণমাধ্যমে খবর আসে, ভালভেরদের জীবনসঙ্গী মিনা বোনিনো সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছিলেন যে তার গর্ভেই তাদের অনাগত সন্তান মারা গেছে। পরে অবশ্য আরও পরীক্ষা করে দেখা যায়, সবকিছু ঠিক আছে এবং ওই মাসেই সন্তানের জন্ম দেন বোনিনো।
স্বাভাবিকভাবেই বায়েনার ওই মন্তব্যে প্রচণ্ড ক্ষুব্ধ ছিলেন ভালভেরদে। সংবাদমাধ্যমের খবর অনুয়ায়ী, সবশেষ দুই দলের মুখোমুখি লড়াইয়ে বায়েনাকে পুরনো ওই কথা আবার বলতে বলেন রিয়ালের ২৪ বছর বয়সী খেলোয়াড়। যার ফলশ্রুতিতে ওই ঘুষি মারার ঘটনা।
যদিও বায়েনা ওই মন্তব্য করার কথা অস্বীকার করেছেন।
ঘুষি মারার ঘটনার বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি ভালভেরদে ও রিয়াল মাদ্রিদ।