জাতীয় আর্চারি
জাতীয় আর্চারি চ্যাম্পিয়নশিপে দলগত সেরা হওয়া বাংলাদেশ পুলিশ আর্চারি ক্লাব জিতেছে ৪টি করে সোনা ও রুপা।
Published : 09 Jun 2024, 09:35 PM
রিকার্ভের পুরুষ ও নারী দুই এককেই হলো একপেশে লড়াই। পুরুষ একেকে সেরা হয়েছেন মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল। মেয়েদের এককে সেরা দিয়া সিদ্দিকী।
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে রোববার ফাইনালে ৬-০ সেট পয়েন্টে বাংলাদেশ আনসারের শাকিব মোল্লাকে হারান পুলিশের রুবেল। আগের দিন এই ইভেন্টের ব্রোঞ্জ পেয়েছিলেন রোমান সানা।
রিকার্ভ নারী এককের ফাইনালে আনসারের দিয়া সিদ্দিকী ৬-২ ব্যবধানে জিতেছেন পুলিশ আর্চারি ক্লাবের জ্যোতি মনি চাকমার বিপক্ষে। এ ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছেন সীমা আক্তার শিমু।
জাতীয় আর্চারিতে এ নিয়ে টানা তৃতীয়বারের মতো রিকার্ভ এককে সেরা হলেন দিয়া।
রিকার্ভ পুরুষ দলগত বিভাগে সাগর ইসলাম, আব্দুর রহমান আলিফ ও রাকিব মিয়াকে নিয়ে গড়া বিকেএসপি ৫-৪ সেট পয়েন্টে হারায় পুলিশ আর্চারি ক্লাবকে। পুলিশের হয়ে খেলেন রুবেল, মোহাম্মদ তামিমুল ইসলাম ও রাদিন বিন তালেব।
রিকার্ভ নারী দলগত ইভেন্টে সেরা হয়েছে পুলিশ। বিউটি রায়, জ্যোতি মনি চাকমা ও জ্যোতি রানীকে নিয়ে গড়া দলটি ৬-০ সেট পয়েন্টে হারায় বিকেএসপিকে। ফামিদা সুলতানা নিশা, মোসাম্মৎ মনিরা আক্তার ও উম্যাচিং মারমা খেলেন বিকেএসপির হয়ে।
রিকার্ভ মিশ্র দলগত বিভাগে বাংলাদেশ বিমানবাহিনীর রামকৃষ্ণ সাহা ও সীমা আক্তার শিমু জুটি ৬-০ সেটে জিতেছেন নড়াইল জেলা ক্রীড়া সংস্থা ইতি খাতুন-আজিমুল হক জুটির বিপক্ষে।
কম্পাউন্ড পুরুষ এককের ফাইনালে পুলিশের মোহাম্মদ আশিকুজ্জামান ১৪৬-১৪৪ স্কোরে নিজ দলের ভানরুম বমকে হারান। এই ইভেন্টের নারী এককে বাংলাদেশ আনসারের বন্যা আক্তার ১৪৫-১৪৩ স্কোরে জিতেন বাংলাদেশ বিমানবাহিনীর পুস্পিতা জামানের বিপক্ষে।
কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে সেরা হয়েছে পুলিশ আর্চারি ক্লাব। কম্পাউন্ড নারী দলগত ইভেন্টের পাশাপাশি মিশ্র দলগত বিভাগেও সোনা জিতেছে আর্মি আর্চারি ক্লাব।
৪টি করে সোনা ও রুপা মিলিয়ে ৮টি পদক জিতে দলগত সেরা হয়েছে পুলিশ আর্চারি ক্লাব। ২টি সোনা, ১টি রুপা ও ৬টি ব্রোঞ্জ নিয়ে বাংলাদেশ আনসার হয়েছে দলগত রানার্সআপ।