স্প্যানিশ ফুটবল
ইউরোপের সফলতম ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন ইউক্রেইনের এই গোলকিপার।
Published : 13 Sep 2024, 10:45 PM
আরও লম্বা সময়ের জন্য রেয়াল মাদ্রিদে থাকছেন আন্দ্রি লুনিন। ইউরোপের সফলতম ক্লাবটির সঙ্গে ২০৩০ সালের জুন পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছেন ইউক্রেইনের এই গোলকিপার।
লা লিগার দলটি শুক্রবার বিবৃতি দিয়ে জানায় এই খবর। ২৫ বছর বয়সী লুনিনের আগের চুক্তির মেয়াদ শেষ হতো চলতি মৌসুম শেষে।
২০১৮ সালে তিনি সান্তিয়াগো বের্নাবেউয়ে পাড়ি জমান ১৯ বছর বয়সে। তবে প্রথম দুই মৌসুমে ধারে খেলেন লা লিগারই দুই দল লেগানেস ও রেয়াল ভাইয়াদলিদে। ২০২০-২১ মৌসুমে ফেরেন রেয়ালে।
যদিও অনেকটা সময় ধরে দলের রিজার্ভ গোলকিপার ছিলেন লুনিন। তবে গত মৌসুম শুরুর আগে প্রথম পছন্দের গোলকিপার থিবো কোর্তোয়া গুরুতর চোটে লম্বা সময়ের জন্য ছিটকে যাওয়ার পর সুযোগ পেয়ে কোচের আস্থার প্রতীক হয়ে ওঠেন তিনি। দলের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠায় রাখেন গুরুত্বপূর্ণ অবদান।
কোর্তোয়া চোট কাটিয়ে ফেরায় এবং নিজের অসুস্থতায় ফাইনালে লুনিন খেলতে পারেননি। যেখানে বরুশিয়া ডর্টমুন্ডকে হারিয়ে ইউরোপ সেরার মঞ্চে রেকর্ড ১৫তম শিরোপা জিতে নেয় রেয়াল।
এখন পর্যন্ত রেয়ালের জার্সিতে ৪৮ ম্যাচ খেলে ১৬টিতে জাল অক্ষত রেখেছেন লুনিন। দুটি করে চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগাসহ জিতেছেন মোট ১০টি শিরোপা।