কাবাডির মুকুট ধরে রাখার লক্ষ্য বাংলাদেশের

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে এবার দল বেড়ে হয়েছে ১২টি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 March 2023, 10:56 AM
Updated : 12 March 2023, 10:56 AM

প্রথম আসরে অংশ নিয়েছিল পাঁচ দল। দ্বিতীয় আসরে বেড়ে হয়েছিল আটটি। এবার বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে দল বেড়েছে আরও চারটি। এশিয়া, ইউরোপ ও আফ্রিকা মহাদেশের মোট ১২টি দেশ নিয়ে সোমবার শুরু হচ্ছে আসর।

১২ দলের অধিনায়কের উপস্থিতিতে পল্টনের কাবাডি স্টেডিয়ামে রোববার প্রতিযোগিতার ট্রফি উন্মোচন করা হয়। এবারের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে গতবারের মতোই কাবাডি স্টেডিয়ামের পাশে ভলিবল স্টেডিয়ামে।

এই আসর কাবাডি বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাই বলেও বিবেচিত হবে। এখান থেকে সেরা দুই দল বিশ্বকাপে খেলার টিকেট পাবে বলে জানিয়েছেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান।

“যদিও এটি আমন্ত্রণমূলক টুর্নামেন্ট এবং এশিয়ার বাইরের দলও খেলছে, ইন্টারন্যাশনাল কাবাডি ফেডারেশনের (আইকেএফ) মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে, এই টুর্নামেন্ট থেকে এশিয়ার সেরা দুই দল ২০২৪ সালের কাবাডি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। কাবাডি মূলত এশিয়াতেই বেশি খেলা হয়। ইউরোপ ও আফ্রিকায় দল কম। তাই তাদের আমন্ত্রণ জানিয়েছি আমরা।”

‘এ’ গ্রুপের ছয় দল যথাক্রমে-বাংলাদেশ, আর্জেন্টিনা, পোল্যান্ড, ইরাক, নেপাল ও ইংল্যান্ড। ‘বি’ গ্রুপে আছে চাইনিজ তাইপে, ইন্দোনেশিয়া, কেনিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।

গত দুই আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। অধিনায়ক তুহিন তরফদার জানালেন হ্যাটট্রিক শিরোপা জয়ের প্রত্যয়।

“আমরা দুই মাস টানা অনুশীলন করেছি, প্রস্তুতি ভালো। আশা করি, আমরা এবারও শিরোপা জিততে পারব। এর আগে দুইবার চ্যাম্পিয়ন হয়েছি, এবার আমাদের সামনে আছে হ্যাটট্রিক শিরোপা জয়ের সুযোগ।”