বাংলাদেশ প্রিমিয়ার লিগ
নতুন বছরে নিজেদের প্রথম লিগ ম্যাচ খেলতে নেমে পয়েন্ট ভাগাভাগি করল আবাহনী।
Published : 03 Jan 2025, 05:26 PM
উজ্জীবিত ফুটবলে আবাহনীকে বেশ চাপে রাখল ফর্টিস এফসি। যদিও মিতুল মারমার দূর্ভেদ্য দেয়ালে চিড় ধরাতে পারল না তারা। সাদামাটা আবাহনীও পারল না জেগে উঠতে। তাতে নতুন বছরের শুরুটা আকাশি-নীল জার্সিধারীরা করল হোঁচট খেয়ে।
বসুন্ধরা কিংস অ্যারেনায় শুক্রবার লিগ ম্যাচে আবাহনীকে গোলশুন্য ড্রয়ে রুখে দিয়েছে ফর্টিস এফসি। চলতি লিগে এই প্রথম পয়েন্ট ভাগাভাগি করল মারুফুল হকের দল।
অবশ্য এই ড্র সত্ত্বেও ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এলো আবাহনী। ফর্টিসের পয়েন্ট ৬। এক ম্যাচ কম খেলা মোহামেডান ১৫ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে।
কনকনে শীতের মধ্যে ম্যাচে ফর্টিস উত্তাপ ছড়ায় প্রথম মিনিটেই। মোহাম্মদ আব্দুল্লাহ’র জোরাল শট মিতুল আঙুলের টোকায় কর্নারের বিনিময়ে ফেরান। প্রথমার্ধের শেষ দিকে জয়ের ক্রসে আব্দুল্লাহ বক্সে ঢুকে জোরাল শট নেন, সেটিও আটকান মিতুল।
প্রথমার্ধের মলিনতা কিছুটা ঝেড়ে ফেলে ৬৭তম মিনিটে প্রথম উল্লেখ করার মতো আক্রমণ শাণায় আবাহনী। কিন্তু বক্সের বাইরে থেকে মাহাদি ইউসুফের বাম পায়ের জোরাল শট দ্বিতীয় প্রচেষ্টায় গ্লাভসে জমান গোলকিপার সারোয়ার জাহান। এই ঝলকটুকু ছাড়া আবাহনী ম্যাচ জুড়েই ছিল নিষ্প্রভ।
৭২তম মিনিটে বড় বাঁচা বেঁচে যায় আবাহনী। বদলি নেমে শওকত হোসেন সতীর্থের ক্রসের নিয়ন্ত্রণ নিতে গেলে তার বুটে লেগে বল লাফিয়ে ওঠে, তখন তিনি হেড করেন। সেটাও ফিস্ট করে ফিরিয়ে দেন মিতুল।
দিনের আরেক ম্যাচে, মুন্সীগঞ্জে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবকে ৩-০ গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। ৬ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে তারা আছে চতুর্থ স্থানে।
১২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি ম্যাচ খেলেছে ৫টি।