সাড়ে ৫ কোটি ইউরোর বিনিময়ে পর্তুগিজ মিডফিল্ডারকে দলে টানছে সৌদি ক্লাবটি, জানিয়েছে বিবিসি।
Published : 18 Jun 2023, 09:52 PM
গুঞ্জন ছিল বার্সেলোনায় যোগ দেওয়ার। তবে রুবেন নেভেস শেষ পর্যন্ত পাড়ি জমাতে যাচ্ছেন সৌদি আরবে। বিবিসির খবর, উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স থেকে এই মিডফিল্ডারকে দলে টানার ব্যাপারে সমঝোতায় পৌঁছেছে আল হিলাল।
উলভারহ্যাম্পটনে নেভেসের চুক্তির মেয়াদ বাকি ছিল আর এক বছর। বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে, সাড়ে ৫ কোটি ইউরো ট্রান্সফার ফিতে আল হিলালে যোগ দেবেন এই পর্তুগিজ।
সাম্প্রতিক সময়ে গণমাধ্যমে খবর এসেছিল যে, নেভেসকে দলে ভেড়াতে আগ্রহী বার্সেলোনা। তবে তা আলোর মুখ দেখেনি।
বার্সেলোনার পক্ষ থেকে নেভেসকে কেনার জন্য ‘গ্রহণযোগ্য প্রস্তাব’ দেওয়া হয়নি। তাই এখন সৌদি ফুটবলে নাম লেখাতে যাচ্ছেন ২৬ বছর বয়সী এই ফুটবলার।
উলভারহ্যাম্পটনের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৫৩টি ম্যাচ খেলেছেন নেভেসে। গোল করেছেন ৩০টি।
নেভেসের আল হিলালে যোগ দেওয়ার মাধ্যমে ইউরোপের আরেকটি বড় নাম যুক্ত হচ্ছে সৌদি আরবের ফুটবলে। গত বছরের শেষ দিন আল নাস্র দলে টানে ক্রিস্তিয়ানো রোনালদোকে। এরপর চলতি মাসে আল ইত্তিহাদে যোগ দেন করিম বেনজেমা। চেলসি থেকে ফরাসি মিডফিল্ডার এনগোলো কঁতেরও এই ক্লাবে যোগ দেওয়ার ব্যাপারে জোরাল গুঞ্জন আছে।