ইংলিশ ফুটবল
দলের সঙ্গে কবে অনুশীলনে ফিরবেন কোল পালমার, বলতে পারছেন না চেলসি কোচ এন্টসো মারেস্কো।
Published : 17 Jan 2025, 10:05 PM
দারুণ ছন্দে এগিয়ে চলা চেলসির ফুটবলার কোল পালমারের চোট শঙ্কা জেগেছে। উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে এই ইংলিশ অ্যাটাকিং মিডফিল্ডারের খেলার সম্ভাবনা ঝুলছে অনিশ্চয়তার সুতোয়।
প্রিমিয়ার লিগের ম্যাচে আগামী সোমবার উলভারহ্যাম্পটনের মুখোমুখি হবে চেলসি। স্টামফোর্ড ব্রিজের ক্লাবটির কোচ এন্টসো মারেস্কা শুক্রবার জানান, ২২ বছর বয়সী পালমারকে নিয়ে সংশয়ে আছেন তারা।
গত মঙ্গলবার বোর্নমাউথের বিপক্ষে ২-২ ড্র ম্যাচে প্রতিপক্ষের চ্যালেঞ্জের মুখে বেকায়দায় পড়ে যান পালমার। যদিও পরে পুরো ম্যাচ খেলেন তিনি, একটি গোলও করেন।
অস্বস্তি থাকায় দলের সঙ্গে শুক্রবার অনুশীলন করেননি পালমার। কবে নাগাদ ফিট হয়ে উঠবেন তিনি, নিশ্চিত কিছু বলতে পারলেন না চেলসি কোচ।
“তারা (প্রতিপক্ষের খেলোয়াড়) কোলকে আঘাত করেছিল, তাই আজ সে অনুশীলন করতে পারেনি। আগামীকাল সে অনুশীলন করতে পারবে কিনা, আমরা জানি না।”
“আমরা কোলের ওপর নির্ভর করি, কারণ সে বড় মাপের খেলোয়াড়। কোলকে নিয়ে খেলতে চাই আমরা। কিন্তু তার যদি চোট বা অন্য সমস্যা থাকে, তাহলে সমাধান খুঁজে বের করব।”
২০২৩ সালে চেলসিতে যোগ দেওয়া পালমার চলতি মৌসুমে এখন পর্যন্ত দলের ২১ লিগ ম্যাচের সবগুলো খেলেছেন। ১৪ গোল করার পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ৬টিতে।
প্রিমিয়ার লিগে হঠাৎ করেই যেন পথ হারিয়ে ফেলেছে চেলসি, গত পাঁচ ম্যাচে একটিতেও জিততে পারেনি তারা। ২১ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে টেবিলে পঞ্চম স্থানে আছে ক্লাবটি।