কার্লো আনচেলত্তির মেয়াদ শেষের পর রেয়াল মাদ্রিদের দায়িত্ব নেওয়ার প্রস্তাব পেলে সানন্দেই রাজি হবেন জোসে মরিনিয়ো।
Published : 12 Dec 2024, 10:28 AM
জোসে মরিনিয়োর কোচিং ক্যারিয়ারের রোমাঞ্চকর একটি সময় কেটেছে রেয়াল মাদ্রিদে। এখনও তার হৃদয়ে বিশেষ জায়গা নিয়ে আছে এই ক্লাব। রেয়ালের কোচ কার্লো আনচেলত্তিকে তিনি মনে করেন বিশ্বের সেরা কোচ। তবে আনচেলত্তির মেয়াদ শেষে যদি স্প্যানিশ ক্লাবটি থেকে ডাক আসে, সানন্দেই রাজি হবেন বলে ইঙ্গিত দিয়ে রাখলেন মরিনিয়ো।
মরিনিয়ো এখন তুরস্কের ক্লাব ফেনারবাচের কোচ। বিশ্বের সবচেয়ে আলোচিত কোচদের একজন এই পর্তুগিজের ২৪ বছরের কোচিং ক্যারিয়ারের দশম ক্লাব এটি। রেয়াল মাদ্রিদে ছিলেন তিনি ২০১০ থেকে ২০১৩ পর্যন্ত। তার কোচিংয়ে লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ জিতেছে ক্লাবটি।
২০০৪ থেকে ২০০৭ পর্যন্ত চেলসির দায়িত্বে দুটি প্রিমিয়ার লিগ শিরোপাসহ ছয়টি ট্রফি জয় করা মরিনিয়ো পরে ২০১৩ সালে আবার ফেরেন ইংলিশ ক্লাবটিতে। দ্বিতীয় দফায় বছর দুয়েকের দায়িত্বে আবার প্রিমিয়ার লিগ ও লিগ কাপ জয় করেন চেলসির হয়ে। রেয়ালেও কি তার দ্বিতীয় অধ্যায় দেখার সম্ভাবনা আছে?
৬১ বছ বয়সী কোচ আশা জিইয়েই রাখলেন।
“আমি সবসময়ই রেয়াল মাদ্রিদের বড় ভক্ত হয়েই থাকব। বিশ্বের সেরা কোচ আছে তাদেরই, আমার বন্ধু কার্লো (আনচেলত্তি)। সে খুবই ভালো করছে সেখানে। ভবিষ্যৎ নির্ভর করবে প্রেসিডেন্টের (ফ্লোরেন্তিনো পেরেস) ওপর।”
“প্রেসিডেন্ট দীর্ঘমেয়াদের পরিকল্পনা নিয়ে শাবি আলোন্সোর মতো তরুণ কোচ নিয়োগ দিতে চান নাকি কার্লোর মতো অভিজ্ঞ কাউকে নিতে চান… কিংবা যুব পর্যায়ে (রেয়াল মাদ্রিদের) তাকিয়ে সেখানে কাজ করা রাউল বা আরবেলোয়াকে পেতে চান… সবকিছুই আসলে নির্ভর করে (পেরেসের ওপর)।”
আনচেলত্তির দায়িত্ব শেষে রেয়ালের কোচ হবেন শাবি আলোন্সো, সংবাদমাধ্যমে এমন আলোচনা চলছে গত মৌসুম থেকেই। বায়ার লেভারকুজেনে গত মৌসুমে চমকপ্রদ সাফল্য পাওয়া সাবেক এই মিডফিল্ডারকে অনেক দিন থেকেই মনে করা হচ্ছে আনচেলত্তির উত্তরসূরি হিসেবে সবচেয়ে ফেভারিট।
শেষ পর্যন্ত যাকেই বেছে নেওয়া হোক, ক্লাবের প্রেসিডেন্ট আদর্শ সিদ্ধান্ত নেবেন বলেই বিশ্বাস মরিনিয়োর।
“ফ্লোরেন্তিনো আসলে মাদ্রিদে তেমন কোনো ভুল সিদ্ধান্ত নেননি কখনও। ক্লাবের ভক্ত হিসেবে আমি নিশ্চিত যে, পরবর্তী কোচের সিদ্ধান্তটিও তিনি সঠিক নেবেন।”