স্প্যানিশ ফুটবল
এবারের মৌসুমে দুইবারের দেখায় এখনও আতলেতিকোকে হারাতে পারেনি বার্সেলোনা, তিন সপ্তাহের কম সময়ের মধ্যে আরও দুবার মুখোমুখি হতে যাচ্ছে দল দুটি।
Published : 15 Mar 2025, 08:36 PM
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে ওঠার পর লা লিগার খুব গুরুত্বপূর্ণ ম্যাচে আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হতে যাচ্ছে বার্সেলোনা। এই মৌসুমে দুইবারের দেখায় এখনও মাদ্রিদের দলটির বিপক্ষে জিততে পারেনি তারা। দুবারই তারা গড়বড় করে ফেলে ম্যাচের শেষ দিকে গিয়ে। আসছে লড়াইয়ের আগে তাই ভীষণ সতর্ক হান্সি ফ্লিক। অতীত থেকে শিক্ষা নিয়ে ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত দলকে মনোযোগ ধরে রাখার বার্তা দিলেন বার্সেলোনা কোচ।
লা লিগায় গত ডিসেম্বরে ঘরের মাঠে আতলেতিকোর বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ২-১ গোলে হারে বার্সেলোনা। ৯৬তম মিনিটে সফরকারীদের জয়সূচক গোলটি করেন আলেকসান্দার সরলথ।
একই মাঠে গত মাসে কোপা দেল রের ম্যাচে প্রথম ৬ মিনিটের মধ্যে ২-০ গোলে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে ৮৩ মিনিট পর্যন্ত ৪-২ ব্যবধানে এগিয়ে ছিল বার্সেলোনা; কিন্তু শেষ দিকে দুই গোল খেয়ে জয় হাতছাড়া করে তারা। সেমি-ফাইনালের প্রথম লেগের ওই লড়াইয়ে এবার ৯৩তম মিনিটে আতলেতিকোকে ৪-৪- সমতায় ফেরান সেই সরলথ।
লিগের শীর্ষস্থান ধরে রাখার লড়াইয়ে রোববার আতলেতিকোর ওয়ান্দা মেত্রোপলিতানো স্টেডিয়ামে খেলবে বার্সেলোনা। এখানে কাজটা আরও কঠিন হবে বলে মনে করেন ফ্লিক। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এই জার্মান কোচ বললেন, শেষ পর্যন্ত মনোযোগ ধরে রাখাটাই হবে তাদের বড় চ্যালেঞ্জ।
“আমার মনে হয়, আমরা দুর্দান্ত দুটি ম্যাচ খেলেছি (আতলেতিকোর বিপক্ষে)। আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ ধরে রাখতে হবে। প্রথম ম্যাচের পর আমরা যতটা চেয়েছিলাম, ততটা মনোযোগী ছিলাম না। আর দ্বিতীয়টায় শুরুতেও না, শেষেও না। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। যদি ভুল করেন, তাহলে আতলেতিকো সেই ভুলের মাশুল দিতে বাধ্য করবে।”
লড়াইটা কঠিন হবে মনে করলেও দল শতভাগ প্রস্তুত আছে বলেই জানিয়ে দিলেন বার্সেলোনা কোচ।
“আমি দলকে আগামীকালের (রোববার) ম্যাচ নিয়ে খুব মনোযোগী দেখতে পাচ্ছি। আমরা ম্যাচটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। লড়াইটা কঠিন, কিন্তু সবসময় এমন কিছু থাকে, যা থেকে আমরা শিখতে পারি এবং তা আমাদের উন্নতিতে সাহায্য করবে। আগামীকাল (রোববার) লড়াইটা কঠিন, খুব কঠিন হবে, কিন্তু আমরা প্রস্তুত।”
এই লড়াইয়ের পর আগামী মাসের শুরুতে কোপা দেল রের শেষ চারের ফিরতি লেগে আবার আতলেতিকোর মাঠে খেলবে বার্সেলোনা।
২৬ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চূড়ায় আছে ফ্লিকের দল। সমান পয়েন্ট নিয়ে শিরোপাধারী রেয়াল মাদ্রিদ দুইয়ে, ৫৬ পয়েন্ট নিয়ে আতলেতিকো তিনে আছে। মাদ্রিদের দুই দল অবশ্য একটি করে ম্যাচ বেশি খেলেছে।